“১০ হাজার বার ‘রাধা’ নাম জপ …”! এলবিশ ও পারসকে কোন পরামর্শ দিলেন অসুস্থ প্রেমানন্দ মহারাজ?

আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজকে কম বেশি সকলেই চেনেন। সম্প্রতি একটি ভিডিয়োয় দেখা গিয়েছে ফুলে উঠেছে মুখ, চোখ লাল। আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের এমন অবস্থা দেখে শিউরে উঠেছেন তাঁর অগুনতি অনুরাগীরা। কী হয়েছে প্রেমানন্দ মহারাজের? জানালেন ‘বিগ বস্‌’ খ্যাত অভিনেতা পারস ছাবড়া ও নেটপ্রভাবী এলবিশ যাদব।

বেশ কয়েক বছর যাবৎ কিডনির অসুখে ভুগছেন প্রেমানন্দ মহারাজ। তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হয়। চোখ-মুখ ফোলা অবস্থায় তাঁকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। সম্প্রতি পারস তাঁর সমাজমাধ্যমে একটি পোস্ট মাধ্যমে জানান, আধ্যাত্মিক গুরুর সঙ্গে তিনি স্বয়ং দেখা করেছেন। বর্তমানে গুরুর অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন,
বাবা ও মা’কে সঙ্গে নিয়ে বিদেশের সুইমিং পুলে আনন্দে ব্যস্ত ছোট্ট ধীর, মিষ্টি মূহুর্তের ছবি ভাগ করে নিলেন অভিনেতা গৌরব চক্রবর্তী

আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের দেখতে এলবিশ যাদবও গিয়েছিলে নবৃন্দাবনে। সেখানে গিয়ে গুরুর আরোগ্য প্রার্থনা করেছেন তিনি। পাশাপাশি এলবিশ প্রতিজ্ঞা করেছেন, তিনি প্রতিদিন ১০ হাজার বার ‘রাধা’ নাম জপ করবেন। এলবিশের বৃন্দাবন ভ্রমণ থেকে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োয় দৃশ্যমান, প্রেমানন্দ মহারাজের সঙ্গে কথা বলছেন এলবিশ। তখনই আধ্যাত্মিক গুরু জানতে চান, যে এলবিশ নিয়মিত রাধানাম জপ করছেন? নাকি করছেন না। উত্তরে এলবিশ জানান, নাম জপ করছেন না। এই শুনে প্রেমানন্দ মহারাজ তাকে পরামর্শ দেন, “আজ তুমি সফল, কারণ অতীতে তুমি ভাল কাজ করেছিলে। তাই এখন ঈশ্বরের নাম জপ করা শুরু করো। নিয়মিত ১০ হাজার বার রাধার নাম জপ করো।” মহারাজের পরামর্শ মেনে নেন নেটমাধ্যমপ্রভাবি এলবিশ।

আরও পড়ুন,
Ditipriya Roy: হাসপাতালের বিছানায় শুয়েও আনন্দে আত্মহারা দিতিপ্রিয়া, জানুন কারন

উল্লেখ যোগ্য বিষয় হল, একসময় অবসাদে ভুগছিলেন পারস। তখন প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়েছিলেন তিনি। নিয়মিত আধ্যাত্মিক গুরুর পরামর্শ শুনে তাঁর লাভ হয়েছে বলেই জানিয়েছেন তিনি।

error: Content is protected !!