আরজি কর এ ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য আমরা সকলেই শোকাহত।এই ঘটনাটি ঘটার পর থেকেই অভিনেত্রী দেবলীনা দত্ত এর চরম প্রতিবাদ জানিয়েছেন। শুধুমাত্র মুখের কথাতেই নয় তিনি এ বছর দুর্গা পুজোতে পর্যন্ত কোথাও বেরোননি। তার পারিত্যাগ দেখেই বোঝা যায় যে তিনি এই ঘটনাটিকে কতটা মন থেকে প্রতিবাদ জানিয়েছেন। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় তথা হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় কে দেবলীনা সরাসরি বেশ কিছু কথা বলেছেন।
দেবলীনা দত্ত আগা গোড়াই পশুপ্রেমী। জানা গেছে হুগলির বৈদ্যবাটি এলাকাতে দূর্গা পূজোতে একটি পূজা মন্ডপে সেখানকার আকর্ষণ বাড়াতে উটকে আটকে রাখা হয়েছে।এই উটকে আটকে রাখা নিয়ে বচশার সৃষ্টি হয়। দেবলীনা এই ব্যাপারটি নিয়ে চরম আপত্তি জানায়। শুধুমাত্র তাই নয়, তিনি এও বলেন, এই কাজটি “অ্যানিম্যাল ক্রয়েলটি অ্যাক্ট’-এর মধ্যে পড়ে।
দেবলীনা দত্ত অভিনেত্রী তথা সংসদ রচনা ব্যানার্জীকে বলেন,আমাদের সকলের প্রিয় রচনা দি, “বৈদ্যবাটী এলাকায় নার্সারি রোডে অর্থাৎ আপনার অঞ্চলে একটি দুর্গাপুজো মন্ডপে মহেঞ্জোদাড়ো থিম করেছে আর সেখানে প্রর্দশনী হিসেবে একটি উটকে বেঁধে রাখা হয়েছে “এটি যে একটি দণ্ডনীয় অপরাধ সেটা কোনো প্রশাসনই তুলে ধরল না”। কিন্তু আইনত প্রত্যেক উটকে রাজস্থানে ই রাখতে হবে এমনটাই সুপ্রিম কোর্টের রায়, তবুও উটকে এনে পূজা মণ্ডপে বিনোদনের জন্য রাখা হয়েছে কীভাবে?
দেবলীনা জানায়, যে তিনি রচনা ব্যানার্জিকে হোয়াটসঅ্যাপে এই ব্যাপারটা নিয়ে বার্তা পাঠান, এমনকি তাকে ফোন পর্যন্ত করেন কিন্তু তার দিক থেকে কোনো প্রতি উত্তর সে পায়নি। তিনি এও বলেন, রচনা হয়তো পুজোর ব্যস্ততার কারণে তার মেসেজের উত্তর অথবা কল রিসিভ করতে পারেননি।
এই গোটা ঘটনাটি দেবলীনা শ্রীরামপুর থানায় অভিযোগ জাহির করেন। কিন্তু সেই ব্যাপারে পুলিশ কোনোরকম সাহায্য করেননি তাকে। দেবলীনা রচনা কে খোলা চিঠিতে লেখেন,”উটি উড়িষ্যা থেকে আনা হয়েছে” , আপনি তো একটা সময় উড়িষ্যাতেও ছবি করেছেন। তাছাড়া আপনি যেহেতু সেই এলাকার সংসদ সেহেতু সেখানে কোন অন্যায় হলে আপনাকেও তার দায় অবশ্যই নিতে হবে।।
দেবলীনা আরো লেখেন, যে তিনি কলকাতায় বর্তমানে উপস্থিত নেই বলে তেমন কিছু করতে পারছেন না। তবে যদি কলকাতায় উপস্থিত থাকতেন তাহলে উটটিকে যেভাবেই হোক রক্ষা করতেন। হোয়াটসঅ্যাপ বা কল যেভাবে এড়িয়ে গেছেন আশা করি এটাকে আর সেভাবে এড়াতে পারবেন না। সাধারণ মানুষ আপনার থেকে ভালো কিছু পাবে বলে আপনাকে ভোটে জিতিয়েছে তাই আপনাকেই এর সমাধান করতে হবে।