কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি কি বার্তা দিলেন?

সম্প্রতি পুরুষদের উদ্দেশ্যে আরও একটি বার্তা দিলেন অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়! বর্তমান সময়ে মাঝেমধ্যেই তাকে বিভিন্ন অনুপ্রেরণামূলক বার্তা দিতে দেখা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিশেষ করে কাঞ্চন মল্লিকের সাথে বিচ্ছেদের পর সেই সংখ্যা বেড়ে গিয়েছে বহুমাত্রায়।

সম্প্রতি সেরকমই একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেটি একজন ৬০ বছর বয়সী মহিলার। এই মহিলা জিমে গিয়ে অনায়াসে তুলে ফেলছেন ৬০ কেজি ওজন। প্রতি সপ্তাহে তিনি এই ওজন তুলে শরীরচর্চা করেন। প্রথম প্রথম অস্বস্তি লাগলেও এখন তার অভ্যাসে পরিণত হয়েছে।

তার এই ভিডিওটিকে ভীষণই অনুপ্রেরণামূলক মনে করেছেন পিঙ্কি। তাইতো সেটি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আর ক্যাপশনে লিখেছেন, ‘ভারত পারে আবার তার শ্রেষ্ঠত্বে ফিরতে। শুধু দরকার মহিলাদের ক্ষমতায়নে পুরুষদের আরও উৎসাহ।’

বিচ্ছেদের পর থেকে নারী ক্ষমতায়নের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন পিঙ্কি। এছাড়া তিনি এটাই বোঝাতে চাইছেন যে পুরুষদের ওপর নির্ভর না করে প্রত্যেক মেয়েরই আত্মনির্ভরশীল হওয়া উচিত। উল্লেখযোগ্য, তাদের দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে গত জানুয়ারি মাসে।

করোনাকালীন অবস্থায় স্বামী কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন পিঙ্কি। তার ঠিক পরেই সমস্ত সত্যি প্রকাশ্যে আসে। ১০ই জানুয়ারী পিঙ্কির সাথে বিচ্ছেদের পর ফেব্রুয়ারী মাসেই আইনি বিয়ে সারেন কাঞ্চন এবং শ্রীময়ী। মার্চ মাসে সামাজিক নিয়মে গাঁটছড়া বাঁধেন তারা। বর্তমানে সুখে সংসার করছেন এই জুটি। অন্যদিকে একমাত্র ছেলেকে নিয়ে ভালোই আছেন পিঙ্কি।

error: Content is protected !!