কালীপুজো মানেই আলোর উৎসব, শক্তির আরাধনা এবং মা কালীকে সন্তুষ্ট করার এক বিশেষ দিন। এই শুভ রাতে কিছু সহজ কিন্তু বিশেষ নিয়ম মানলে পাওয়া যায় দেবীর কৃপা ও আশীর্বাদ। শাস্ত্র এবং লোকবিশ্বাসে এমন অনেক নিয়ম রয়েছে যা কালীপুজোর দিন পালন করলে দূর হয় জীবনের বাধা, বৃদ্ধি পায় সৌভাগ্য ও সমৃদ্ধি। দেখে নিন সেই নিয়মগুলি—
একটানা জ্বালান ঘিয়ের প্রদীপ
কালীপুজোর দিন সকাল থেকে রাত পর্যন্ত একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই প্রদীপটি দেবীর সিংহাসনের সামনে বা কালী মূর্তির সামনে স্থাপন করুন। খেয়াল রাখবেন, প্রদীপ যেন কোনওভাবেই নিভে না যায়। বিশ্বাস করা হয়, এভাবে প্রদীপ জ্বালালে মা কালী নিজে গৃহে প্রবেশ করেন এবং অশুভ শক্তি দূরে থাকে।
ছাদে পাঁচমুখী প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ
পুজোর রাতে বাড়ির ছাদে যদি একটি পাঁচমুখী প্রদীপ জ্বালানো যায়, তা অত্যন্ত শুভ বলে ধরা হয়। এটি দেবীর কৃপা আহ্বানের প্রতীক।
বিবাহিত মহিলাদের জন্য বিশেষ নিয়ম
মা কালীকে সিঁদুর অর্পণের পর সেই সিঁদুর বিবাহিত মহিলারা সিথিতে ধারণ করলে স্বামীর দীর্ঘায়ু ও দাম্পত্য সুখ বৃদ্ধি পায় বলে বিশ্বাস।
দেবীর আশীর্বাদ পেতে বিশেষ দান
কালীপুজোর দিনে যে কোনও কালী মন্দিরে আতপ চাল, একটি নারকেল, ১০৮টি জবার মালা এবং ঘি দান করলে মা কালী সন্তুষ্ট হন। এতে জীবনে আসে সমৃদ্ধি ও শান্তি।
খাঁড়া অর্পণের মাহাত্ম্য
অনেকেই এই দিনে দেবীর মন্দিরে খাঁড়া অর্পণ করেন। বিশ্বাস করা হয়, এটি করলে জীবনের শত্রু ও বাধা দূর হয়।
শত্রু দমন করার বিশেষ টোটকা
দেবীর সামনে একটি তেলের প্রদীপ জ্বালান। এরপর একটি লেবু দু’টুকরো করে তাতে তিনটি লবঙ্গ পুঁতে দিন। পরদিন সেই লেবুর টুকরো শত্রুর বাড়ির সামনে ফেলে দিলে শত্রুর প্রভাব কমে যায় বলে লোকবিশ্বাস। এছাড়াও দেবীর খড়গ ঘরে রাখলেও শত্রু দমন হয়।
এই নিয়মগুলি কালীপুজোর দিনে বিশ্বাস ও ভক্তির সঙ্গে পালন করলে দেবীর কৃপা লাভ সম্ভব। শক্তির আরাধনার এই শুভ রাতে মা কালীর আশীর্বাদে সুরক্ষিত থাকুক প্রতিটি পরিবার।
জীবনযাপন
Kali Puja: বাড়ির কালীপুজো নিজেই করতে চান? জেনেনিন আয়োজনের খুঁটিনাটি সহ সহজ মন্ত্র
#KaliPuja #DivineBlessings #HinduFestival #SpiritualRituals #GheeLamp #FiveFacedLamp #MaaKali #Devotion #IndianTradition #AuspiciousDay #KaliTemple #FaithAndBelief #PositiveEnergy #ReligiousCustoms #ShaktiWorship