দীপাবলির আনন্দমুখর আবহের মধ্যেই বলিউডে নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানী। সোমবার দীর্ঘ অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ফুসফুসে জল জমার জটিলতার কারণেই মৃত্যু হয়েছে প্রবীণ এই অভিনেতার। দীর্ঘদিন অসুস্থ থাকলেও কাজের প্রতি ভালোবাসা এক মুহূর্তের জন্যও হারাননি আসরানী। অসুস্থ শরীর নিয়েও তিনি বেশ কয়েকটি আসন্ন ছবির শুটিং শেষ করেছিলেন। তার মধ্যে দু’টি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ — প্রিয়দর্শনের পরিচালনায় অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও তব্বু অভিনীত ‘ভূত বাংলা’ এবং অক্ষয়ের সঙ্গেই আরেকটি অনামা প্রকল্প। কিন্তু মুক্তির আগেই ইহলোক ত্যাগ করলেন অভিনেতা, অপূর্ণ রইল সেই স্বপ্ন।
আসরানীর আপ্তসহায়ক জানিয়েছেন, “তিনি আরও কাজ করতে চেয়েছিলেন। সিনেমার প্রতি তাঁর অগাধ ভালোবাসা শেষ দিন পর্যন্ত অটুট ছিল।” নিজের শেষ সাক্ষাৎকারেও আসরানী বলেছিলেন, ‘ভূত বাংলা’র শুটিং শেষ হয়েছে, এখন কেবল দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষা।’ কিন্তু বড়পর্দায় নিজের শেষ অভিনয় আর দেখা হল না তাঁর।
আসরানীর আসল নাম ছিল গোবর্ধন আসরানী। প্রায় ছয় দশকের অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন একের পর এক ক্লাসিক চরিত্র। ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘অভিমান’, ‘সরগম’— প্রতিটি ছবিতেই তিনি রেখে গিয়েছেন অমলিন ছাপ। বিশেষত ‘শোলে’ ছবির ‘জেলর’ চরিত্রে তাঁর কৌতুকাভিনয় আজও দর্শকের মুখে মুখে ফেরে।
বিনোদন
Parambrata: পিয়া ও নিষাদের সাথে আলোয় মোড়া দীপাবলি! দেখুন কীভাবে কাটলো পরমের কালীপুজো
দীপাবলির আলোর উৎসবের মাঝেই বলিউড আজ শোকস্তব্ধ। হারাল এক প্রজন্মের প্রিয় অভিনেতাকে, যিনি হাসি ও আনন্দ দিয়ে কোটি দর্শকের মন জয় করেছিলেন।
বিনোদন
ধর্ম যার যার, বড়মা সবার! দীপাবলির রাত্রে নৈহাটির বড়মা’র পুজোয় হাজির রাজ-শুভশ্রী, ভাইরাল ভিডিও
#Asrani #Bollywood #ActorDeath #Priyadarshan #AkshayKumar #BhootBangla #IndianCinema #ComedyLegend #Sholay #HindiCinema #EntertainmentNews #Diwali2025 #BollywoodNews