‘শুধু আন্দোলন করলে খাব কী? ‘কাজে ফেরা’ প্রসঙ্গে কী কী বললেন শিলাজিৎ

গত একমাসেরও বেশি সময় ধরে কলকাতা যেনো প্রতিবাদ নগরী হয়ে উঠেছে। দিকে দিকে চলছে প্রতিবাদ। আর জি কর হাসপাতালের নৃশংস ঘটনার পর থেকে থেমে থাকেননি কেউ। সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছেন। এক মাস অতিক্রান্ত হলেও প্রতিবাদ চলার পাশাপাশি কেউ কেউ ফিরতে চাইছেন কাজে। তবে কি কর্মবিরতি নয়?

সম্প্রতি অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিতেই বেজায় ট্রোলিং-এর শিকার হন শিলাজিৎ মজুমদার। আর এই প্রসঙ্গে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। তার কথায়, “শুধু আন্দোলন করলে খাব কী? না খেতে পেয়ে মরতে পারব না। আমার সংসার আছে। তা ছাড়া কাজে ফিরছি মানে প্রতিবাদ থেকে সরে আসছি, এমন নয়।” কাজে ফিরতে চান তিনি। তার পাশাপাশি অনেকেই প্রতিবাদ চালিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি কাজের আবহে ফিরতে চান।

কিন্তু এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের গানের অনুষ্ঠানের পোস্ট করতেই ট্রোলিং-এর শিকার হলেন তিনি। এরপর থেকে মন ভালো নেই গায়কের। গত ২ তারিখ তার গানের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিবাদের পদক্ষেপের জন্য তিনি সেই অনুষ্ঠান বাতিল করেন। এরপর আগামী ১৪ই সেপ্টেম্বর তার সেই গানের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

কিন্তু এরপরই বাধে বিপত্তি। গায়কের দিকে ধেয়ে আসে একাধিক তীর্যক মন্তব্য। তার কথায়, “এই ট্রোলারদের প্রতি আমার অভিমান নেই। করুণা হয়। রাজ্যের কিছু মানুষ এত অসহিষ্ণু, তারা তলিয়ে ভাবেন না বিষয়গুলি। সংবেদনশীলতার অভাব রয়েছে। অন্য পেশা নিয়ে মানুষের অসুবিধা নেই। শিল্পীদের নিয়েই যত সমস্যা!” তার কথায় তার ঘনিষ্ঠরা জানেন তিনি কেমন। তাই বাকিদের জানানোর প্রয়োজন মনে করেন না তিনি।

তার কথায়, “এর আগে কোনও মিছিলে হাঁটতে দেখা গিয়েছে আমাকে? কখনও যোগ দিইনি। নিজের প্রতি এত অবিচার হয়েছে, তাও কিছু বলিনি। কারও সমর্থন চাওয়ার উদ্দেশ্য ছিল না কখনও। তাই প্রচারমাধ্যমে মুখ খুলিনি কখনও। কিন্তু আরজি করের ঘটনা এতই নির্মম, পরিস্থিতি এত সাংঘাতিক, তাই মিছিলে যোগ দিয়েছি।” তিনি আরও বলেন, “তারা নিজেরা কর্মবিরতি রেখে শিল্পীদের কাজে ফেরা নিয়ে মন্তব্য করুন, তা হলে বুঝব! আশা করি, একদিন ওরা উপলব্ধি করবেন।”

তার সেই অনুষ্ঠান হবে কলকাতাতেই। তবে কি নির্যাতিতাকে নিয়ে গান গাওয়ার পরিকল্পনা রয়েছে? এর উত্তরে তিনি জানান, “আলাদা ভাবে গানের কথা ভাবিনি। তবে মঞ্চে কথা ও আলোচনা হবে। শ্রোতারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে চিৎকারও করতে পারেন।” এর পাশাপাশি শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে গায়ক বলেন, “শ্রেয়া এখন অনুষ্ঠান বাতিল করেছেন, সমর্থন পাচ্ছেন। যখন অনুষ্ঠান করবেন, ওঁকে নিয়েও ট্রোল করা হবে।”

আরও পড়ুন,
*পাকিস্তান-জয় ভুলে ভারতের বল নিয়ে উদ্বেগে বাংলাদেশের ওপেনার