নতুন বছরে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ পরিষেবা, জানুন কোন কোন মডেল রয়েছে সেই তালিকায়

বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। যোগাযোগের জন্য বিপুে জনপ্রিয় এই মাধ্যম এবার জানুয়ারি মাসের পয়লা তারিখ থেকে বন্ধ হতে চলেছে। এদিকে সামনেই নতুন বছর। নতুন বছরে সকলকে এক সেকেন্ডে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দেওয়া যায়। তার জন্য হোয়াটসঅ্যাপ একটি দারুণ মাধ্যম হিসেবে কাজ করে। সকলকে ধরে ধরে ফোন করা সম্ভব হয় না। কিন্তু এই বিপুল জনপ্রিয় অ্যাপটি বন্ধ হতে চলেছে এবং তা নতুন বছরের শুরুতে।

যদিও সব সংস্থার মোবাইল ফোনে এটি বন্ধ হবে না। এই তালিকায় রয়েছে অ্যান্ড্রেয়েডের ২০টি মোবাইল। জানা যাচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেটা সংস্থা তাদের ব্যবহারকারীদের নতুন সুযোগ সুবিধা প্রদান করার জন্য নিয়মিত তাদের অ্যাপকে আপডেট করে।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, পুরনো অ্যান্ড্রয়েড ব্যবস্থা, যেমন কিটক্যাট বা তারও আগে ফোনে যে অপারেটিং সিস্টেম ছিল বিশেষত সেই মডেলগুলিতে নতুন বছরের জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হতে চলেছে। তার মধ্যে যে যে মডেলগুলিতে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হতে চলেছে সেগুলি নীচে দেওয়া হল –

মোটোরোলা সংস্থার যে মডেলগুলিতে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হতে চলেছে সেগুলি হল – মোটো জি (প্রথম জেনারেশন),
রেজ়ার এইচডি, মোটো ই ২০১৪, এইচটিসি, ওয়ান এক্স, ওয়ান এক্স প্লাস, ডিজ়ায়ার ৫০০, ডিজ়ায়ার৬০১।

স্যামসাং-এর যে মডেলগুলিতে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হতে চলেছে – গ্যালাক্সি এস৩, গ্যালাক্সি নোট ২, গ্যালাক্সি এসিই৩, গ্যালাক্সি এস৪ মিনি।

এলজি কোম্পানির যে মডেলগুলিতে বন্ধ রয়েছে – অপটিমাস জি, নেক্সাস ৪, জি২ মিনি, এল ৯০ এবং সনি সংস্থার যে মডেলগুলিতে বন্ধ হতে চলেছে – এক্সপেরিয়া জ়েড, এক্সপেরিয়া এসপি, এক্সপেরিয়া টি, এক্সপেরিয়া ভি।

error: Content is protected !!