স্ত্রী দর্শনা কোথায়? সৌরভ দাসের জবাবে তোলপাড় নেটমাধ্যম

ভাইরাল ভিডিওয় অভিনেতা সৌরভ দাসের আচরণে চমকে গেলেন নেটিজেনরা। বউ দর্শনার নাম শুনে কটাক্ষ, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগও উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কের কেন্দ্রে অভিনেতা সৌরভ দাস। সম্প্রতি ভাইরাল হয়েছে এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সৌরভকে গাড়ির ড্রাইভিং সিটে একা বসে থাকতে। সেই সময় সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন—“স্ত্রী দর্শনা কোথায়?” আর তাতেই রীতিমতো রেগে যান অভিনেতা।

ভিডিয়োয় সৌরভকে বলতে শোনা যায়, “ওঁনার নামে কী আছে? ওঁনার নামের বানানের শেষ পাঁচটা শব্দ কী? দর-সোনা। সোনার দর জিগ্গেস করতে গেছে!” কথার মাঝে কয়েকবার জড়িয়ে যান তিনি এবং বলেন, “সিচুয়েশনটা এখন সেটেলমেন্টের দিকে এগোচ্ছে।”

তাঁর এই উত্তর ও আচরণ দেখে হতবাক নেটিজেনরা। অনেকের দাবি, সৌরভ নাকি মদ্যপ অবস্থায় ছিলেন। কেউ লিখেছেন, “পুরো মাতাল! বউয়ের নাম শুনে খেপে গেছে।” আরেকজনের মন্তব্য, “মাতাল হয়েও গাড়ি চালাচ্ছে! পুলিশ দেখছে না?”

জানা গিয়েছে, অভিনেতা তখন নিজের আসন্ন ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর প্রচারে বেরিয়েছিলেন। ছবিটি নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে—সেন্সার বোর্ড নাকি দিয়েছে ৫৪টি কাট! সৌরভের দাবি, “এটা অ্যাডাল্ট ছবি মানেই যৌন কনটেন্ট নয়। এতে ভায়োলেন্স আছে, ভালগার কিছু নেই।”

২০২৩ সালের ডিসেম্বরে সাতপাকে বাঁধা পড়েছিলেন সৌরভ দাস ও দর্শনা বণিক। আগামী মাসেই বিবাহবার্ষিকী, তার আগেই এই ভিডিও নতুন বিতর্কের জন্ম দিল।

প্রশ্নোত্তর

প্রশ্ন ১:
ভাইরাল ভিডিওটিতে কে ছিলেন বিতর্কের কেন্দ্রে?
উত্তর: অভিনেতা সৌরভ দাস।

প্রশ্ন ২:
ভিডিওটি কোথায় ছড়িয়েছে?
উত্তর: সোশ্যাল মিডিয়ায়।

প্রশ্ন ৩:
ভিডিওতে সৌরভ দাস কী করছিলেন?
উত্তর: গাড়ির ড্রাইভিং সিটে একা বসে ছিলেন।

প্রশ্ন ৪:
সাংবাদিক তাঁকে কী প্রশ্ন করেন?
উত্তর: “স্ত্রী দর্শনা কোথায়?” — এই প্রশ্নটি করেন।

прশ্ন ৫:
সৌরভ সেই প্রশ্নে কী প্রতিক্রিয়া জানান?
উত্তর: তিনি রেগে গিয়ে বলেন, “ওঁনার নামে কী আছে? দর-সোনা। সোনার দর জিগ্গেস করতে গেছে!”

প্রশ্ন ৬:
সৌরভ কথার মাঝে কী উল্লেখ করেন?
উত্তর: “সিচুয়েশনটা এখন সেটেলমেন্টের দিকে এগোচ্ছে।”

প্রশ্ন ৭:
নেটিজেনদের প্রতিক্রিয়া কী ছিল?
উত্তর: অনেকেই চমকে যান এবং সমালোচনা করেন তাঁর আচরণ ও কথাবার্তা নিয়ে।

প্রশ্ন ৮:
নেটিজেনদের কেউ কী অভিযোগ করেন?
উত্তর: অভিযোগ ওঠে যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

প্রশ্ন ৯:
আরও কী অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে?
উত্তর: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ।

প্রশ্ন ১০:
একজন নেটিজেন কী মন্তব্য করেন?
উত্তর: “পুরো মাতাল! বউয়ের নাম শুনে খেপে গেছে।”

প্রশ্ন ১১:
আরেকজন কী লেখেন?
উত্তর: “মাতাল হয়েও গাড়ি চালাচ্ছে! পুলিশ দেখছে না?”

প্রশ্ন ১২:
সৌরভ তখন কোথায় যাচ্ছিলেন বা কী কাজ করছিলেন?
উত্তর: নিজের নতুন ছবি ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর প্রচারে বেরিয়েছিলেন।

প্রশ্ন ১৩:
ছবিটির নাম কী?
উত্তর: দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস।

প্রশ্ন ১৪:
ছবিটি নিয়ে কেন আলোচনা চলছে?
উত্তর: সেন্সর বোর্ড নাকি ছবিটিতে ৫৪টি কাট দিয়েছে।

প্রশ্ন ১৫:
সৌরভ ছবিটি সম্পর্কে কী মন্তব্য করেন?
উত্তর: তিনি বলেন, “এটা অ্যাডাল্ট ছবি মানেই যৌন কনটেন্ট নয়। এতে ভায়োলেন্স আছে, ভালগার কিছু নেই।”

প্রশ্ন ১৬:
সৌরভ দাস ও দর্শনা বণিক কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন?
উত্তর: ২০২৩ সালের ডিসেম্বরে।

প্রশ্ন ১৭:
তাদের বিয়ে কত বছরের হতে চলেছে?
উত্তর: এক বছর (আগামী মাসে প্রথম বিবাহবার্ষিকী)।

প্রশ্ন ১৮:
ভিডিওটি কবে ভাইরাল হয়?
উত্তর: সম্প্রতি, ২০২৫ সালের অক্টোবরে (সাম্প্রতিক সময়েই)।

প্রশ্ন ১৯:
ভিডিওতে সৌরভ কাকে নিয়ে কটাক্ষ করেন?
উত্তর: তাঁর স্ত্রী দর্শনা বণিককে।

প্রশ্ন ২০:
এই ভিডিওর ফলে কী হয়েছে?
উত্তর: নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে এবং নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

#SouravDas #DarshanaBanik #ViralVideo #Tollywood #BengaliActor #TheAcademyOfFineArts #Controversy #BanglaCinema #CelebrityNews #ViralNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক