সাংসারিক কাজের জন্য স্বামীর থেকে নেন পারিশ্রমিক, তরুণীর কাণ্ডে হতবাক নেট দুনিয়া

পেশাগত সূত্রে আলাপ, এরপর সম্পর্ক গড়ায় প্রেমের দিকে। অবশেষে বিয়ে করেন তারা। বিয়ের আগে তরুণী চাকরি করতেন। বিয়ের আড়াই বছরের মাথায় তিনি অন্তঃসত্ত্বা হন। পরিবারে আসছে নতুন সদস্য। এমন সময় তরুণী সিদ্ধান্ত নেন তিনি চাকরি ছেড়ে সংসারে মনোনিবেশ করবেন। যেমন ভাবা তেমন কাজ। চাকরি ছেড়ে সংসার করতে গিয়ে সংসারের।সব দায়িত্ব তরুণীর কাঁধে এসে পড়েছে।

জামাকাপড় পরিস্কার করা থেকে ঘর পরিস্কার সবকিছুই তিনি করছেন। আর এসব কাজের বিনিময়ে তিনি তার স্বামীর কাছ থেকে পারিশ্রমিক নেন। ২৮ বছরের ওই তরুণীর নাম অ্যালি ডি। সেনাবাহিনীতে কর্মরতা ছিলেন তিনি। সেখানেই তিনি প্রেমে পড়েন ৫১ বছর বয়সী টমের সঙ্গে। এরপর তারা বিয়ে করেন।

বিয়ের আড়াই বছর পর অ্যালি অন্তঃসত্ত্বা হওয়ার পর মনস্থির করেন তিনি চাকরি ছেড়ে সংসার করবেন। সংসারের যাবতীয় দায়িত্ব এখন অ্যালির কাঁধে। কিন্তু এসবের বিনিময়ে তিনি স্বামীর থেকে পারিশ্রমিক নেন। তার কথায়, চাকরি করলে সেখানে তিনি তার শ্রমের বিনিময়ে টাকা পেতেন। তেমনই সংসারে কাজ করতে তেলে পরিশ্রম করতে হয়।

তাই সংসারের কাজ করতে গেলে তিনি পারিশ্রমিক পাবেন না কেনো? প্রতি সপ্তাহে পারিশ্রমিক হিসেবে তিনি তার স্বামীর থেকে ১০০ ডলার উপার্জন করেন। অর্থাৎ যা ভারতীয় মুদ্রায় এক মাসে ৩৫ হাজার টাকা। অ্যালির যত ক্রেডিট কার্ড ছিল সবই নিষ্ক্রিয় করে ফেলেছেন টম।

নতুন করে ক্রেডিট কার্ড নিয়েছেন টম এবং সেগুলি অ্যালির হাতে তুলে দিয়েছেন। অ্যালি যা খরচ করেন তার সবকিছুই টমের নখদর্পনে। অ্যালির সাংসারিক বুদ্ধিতে খুশি টম নিজেও।