Yalini: মায়ের উঁচু হিল পরে অবলীলায় হেঁটে চলেছে ইয়ালিনী! কপালে চোখ শুভশ্রীর

Yalini: কিছুদিন আগেই বাবার জুতো পরে হাঁটছিলো সে, আর এবার মায়ের উঁচু হিল পরে হাঁটা শুরু করলো! কথা হচ্ছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর কন্যা ইয়ালিনীর (Yalini)। যার মা-বাবা দু’জনেই সিনেমার সাথে যুক্ত তার জীবনে যে কিছুটা প্রভাব পড়বে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

সেরকমই এবার ইয়ালিনীর মধ্যেও প্রভাব পড়তে শুরু করেছে। এইটুকুনি বয়সে মায়ের অতো উঁচু জুতো পরে হাঁটা দেখে অবাক হয়ে গিয়েছেন স্বয়ং শুভশ্রী। সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ভিডিও। যেখানে দেখা যায় জুতো পরে দিব্যি হেঁটে চলেছে সে।

প্রথমে তাকে জিজ্ঞেস করেন কার জুতো পরে হাঁটছে সে? এরপর তার পায়ে অতো উঁচু হিল দেখে অবাক হয়ে যান শুভশ্রী নিজেই। যে জুতো পরে বড়ো মানুষদের হাঁটতে সমস্যা হয়, এইটুকু বয়সে সে কীভাবে হেঁটে চলেছে? সেই বিষয়টি অবাক করেছে নেটিজেনদেরও।

ভিডিওটি পোস্ট করতেই সেটি নিমেষে ভাইরাল। একইসাথে নানান মন্তব্য করতে শুরু করেছেন সকলে। বলছেন এই বয়সেই তার মধ্যে তারকাসুলভ বৈশিষ্ট্য আসতে শুরু করেছে। এছাড়া তাকে ভালোবাসা দিয়েছেন সকলে। উল্লেখযোগ্য, ক’দিন আগেও এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল।

যেখানে দেখা যায় বাবার জুতো পরে হাঁটছিলো সে। আসলে বাচ্চাদের মধ্যে এই প্রবণতা থেকেই যায়। বাবা হোক বা মা বড়োদের জুতো পরে ঘরময় হাঁটতে পছন্দ করে তারা। আর এইসব ছোট ছোট বিষয়গুলি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন শুভশ্রী ও রাজ।

#yalini #subhasree #raj

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক