Yalini: বাধ্য মেয়ের মতো দিদির সাথে প্রদীপ জ্বালাতে ব্যস্ত ইয়ালিনী! ভাইরাল ভিডিও

Yalini: দিদির সাথে দীপাবলীর প্রদীপ জ্বালাতে ব্যস্ত একরত্তি ইয়ালিনী (Yalini)! সম্প্রতি এই মিষ্টি ভিডিওটি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। মাঝেমধ্যেই ইয়ালিনীর নানান রকমের ভিডিও উঠে আসে। কখনো দেখা যায় বাবা-মার জুতো পরে সে হাঁটছে।

আবার কখনও আধো আধো গলায় গান গাইছে। এবার আরও একটি ভিডিও উঠে এসেছে সেরকমই। যেটি পোস্ট করেছেন তারই দিদি সৃষ্টি পান্ডে। ভিডিওতে দেখা যায় দিদি তাকে যেমন যেমন করতে বলছেন সে তেমনটাই করছে। প্রথমে প্রদীপের মধ্যে সলতে রাখতে বলায় সে রেখে দেয়।

এরপরে বোতল ধরে সর্ষের তেল ঢালে দিদির সাথে। সবমিলিয়ে বলতে গেলে বাধ্য মেয়ের মতোন সমস্ত কথা শুনেছে সে। এই বিষয়টি সকলের অনেক বেশি পছন্দ হয়েছে। কারণ, ইয়ালিনী এবং ইউভাকে খুব সাধারণভাবেই মানুষ করছেন রাজ ও শুভশ্রী।

কখনোই তাদের মধ্যে ঔদ্ধত্য বা অহংকার আসতে দেননি। রাজা ও শুভশ্রী বারবার বলেছেন তারা কখনোই তাদের সন্তানদের দর্শকদের থেকে দূরে রাখবেন না। তাইতো দুজনের মিষ্টি মিষ্টি মুহূর্তের ছবি ও ভিডিও ভাগ করে নেন সচরাচর। আর সেগুলো যে দর্শকেরাও বেশ উপভোগ করেন তা আর বলার অপেক্ষা রাখে না।

সেরকমই এই ভিডিওটি বেশ পছন্দ করেছেন সকলে। অন্যদিকে ক’দিন আগে আরো একটি মিষ্টি ভিডিও উঠে এসেছিল। যেখানে দেখা যায় মায়ের জুতা পরে অবলীলায় হেঁটে চলেছে। ওইটুকু বয়সে উঁচু হিল পরে তার হাঁটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন স্বয়ং তার মা।

#Yalini #Subhasree

error: Content is protected !!