পুজোর আগেই বিরাট ঘোষণা, পিএফ থেকে লক্ষ টাকা তুলতে পারবেন

বিশাল খবর পুজোর সম্মুখে। চাকরিজীবীদের জন্য বিশাল সংবাদ দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এখন থেকে পিএফ একাউন্ট থেকে তুলতে পারবেন ১ লক্ষ টাকা। কর্ম থেকে বিরাম নেওয়ার আগেই নিজের প্রয়োজনের জন্য পিএফ একাউন্ট থেকে টাকা তোলা যাবে। মঙ্গলবারে কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই ঘোষণা করেন। আগে সব থেকে বেশি ৫০ হাজার টাকায় তোলা যেত পিএফ একাউন্ট থেকে।

শ্রম মন্ত্রীর পক্ষ থেকে পাল্টানো হয়েছে ইপিএফও পরিকাঠামো। গ্রহণকারীদের যাতে পিএফ পোর্টাল ব্যবহারে কোন সমস্যা না হয়, তার জন্য নতুন ডিজিটাল পরিকাঠামো আনা হয়েছে। এখন থেকে পিএফ অ্যাকাউন্ট থেকে আগে থেকেই ১ লক্ষ টাকা তোলা যাবে।

কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা নতুন চাকরিতে যোগদান করেছে, চাকরিতে যোগদান করে ছমাসও হয়নি, তারাও এই সুবিধাটা পাবেন। এই সুবিধাটা আগে ছিল না।

কেন্দ্র সরকারের ১০০ দিন পূরণের জন্য কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন, “বিবাহ বা চিকিৎসার জন্য অনেকেই পিএফ একাউন্ট থেকে ইপিএফও সেভিং একাউন্ট টাকা তোলেন। এখন থেকে পিএফ একাউন্টের এক লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকাল খরচের হিসাবের জন্য এই অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে।”

এর পাশাপাশি ব্যবসাগুলি, যাদের নিজের ধনভান্ডার ছিল, চাইলে তারাও নিজস্ব কর্ম থেকে বিদায় স্কিমের পরিবর্তে ইপিএফও-তে ফান্ড বদল করার সুবিধা হবে। আদিত্য বিড়লার মতো বিভিন্ন ব্যবসায়ী সমিতি সরকারের কাছে পিএফ-এর সাথে যুক্ত হওয়ার অ্যাপ্লিকেশন জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী জানায়, ১৫ হাজার টাকা পাওয়া শ্রমিকদেরও ইপিএফও-এর মনোগত করার চেষ্টা চলছে। বর্তমান বছরে পিএফ-এ ৮.২৫% হারে সুদ দেওয়া হয়।

আরও পড়ুন,
*শচীনের মতনই মুশফিকুর! বিতর্কের ঝড় তুললেন বাংলাদেশের কোচ