‘তোমার মেয়েও হচ্ছে বড় …’, বসিরহাটে পুলিশকর্মীর নাবালিকা কন্যাকে দিনের পর দিন ধর্ষণ! আরজি কর আন্দোলনের স্লোগান স্মরণ করালেন শ্রীলেখা মিত্র

এক নাবালিকাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন চলেছে ধর্ষণ! ফের ধর্ষণের অভিযোগ উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানা এলাকায়।এক ইউটিউবার ও তার নাবালক ছেলের বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ও রিলস তৈরির নাম করে এক নাবালিকাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন চলেছে ধর্ষণ। সূত্র মারফত খবর, নির্যাতিতার বাবা কলকাতা পুলিশে কর্মরত।

অতি সম্প্রতি অভিনেত্রী শ্রীলেখা একটি পোস্ট শেয়ার করেন ফেসবুক মাধ্যমে। পোস্টে স্পষ্ট দৃশ্যমান, একটি সংবাদের শিরোনাম রয়েছে আর সেই সঙ্গে জুড়ে দেওয়া আছে আরজি কর আন্দোলন সময়কালের ট্যাগলাইন, ‘পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়…’! পোস্টটিকে রি শেয়ার করে তিনি লিখেছেন, “আজকের দিনের সবচেয়ে ভয়ঙ্কর বাস্তব! WestBengalPolice আপনারা কি এখনও চুপ থাকবেন?”

বিনোদন
এগারো বছর আগে অরিজিৎ-এর সঙ্গে মনমালিন্য এবার নিজেই মিটমাট করলেন সালমান? বললেন “আমার দিক থেকেই হয়েছে”

অরবিন্দ মণ্ডল (ইউটিউবার) ও তার নাবালক ছেলের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবেশী হওয়ার সুবাদে ওই কিশোরীকে ভিডিয়ো এবং রিলস বানানোর প্রস্তাব দেয় মাস আগে। প্রতিবেশী হওয়ার কারনে প্রথমে বিষয়টি নিয়ে কোনো আপত্তি জানায়নি কিশোরীর পরিবার। কিন্তু ভিডিয়ো ও রিলস তৈরির আড়ালে যে এক ভয়ঙ্কর জাল বিছানো হচ্ছিল তা ঠাওর করে উঠতে পারেনী কিশোরীর পরিবার।

বিনোদন
“আমাকে নিয়ম শেখাতে আসবেন না”, ‘কেবিসি-১৭’-এর প্রতিযোগী দশ বছর বয়সী খুদের আচরণে ক্ষুদ্ধ নেট দুনিয়া

ভিডিও ও রিলস বানানোর আড়ালে ওই নাবালিকার কিছু গোপন ছবি এবং ভিডিয়ো তুলে নেওয়া হয়। এর পর রীতিমতো ওই নাবালিকাকে ভয় দেখানো হয় ঐ সমস্ত গোপন ছবি ও ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার। এইভাবে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় নাবালিকাকে। দিনের পর দিন এই নারকীয় অত্যাচার আর সহ্য না করতে পেরে, অবশেষে শুক্রবার সে পরিবারের কাছে গোড়াথেকে সবটা জানায়, এমনটাই অভিযোগ কিশোরির পরিবারের। এই নারকীয় ঘটনার কথা জানা মাত্র পরিবারের সদস্যরা ইউটিউবার অরবিন্দ মণ্ডল ও তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন হাড়োয়া থানায়। অভিযোগ পাওয়ার পর অরবিন্দ মণ্ডল ও তার নাবালক ছেলেকে গ্রেফতার করে পুলিশ।

error: Content is protected !!