‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন জ়াইরা ওয়াসিম। কিন্তু পরবর্তীতে অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ানোর পর থেকে বারবার খবরের শিরোনামে এসেছেন তিনি। সম্প্রতি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই প্রাক্তন অভিনেত্রী—কারণ, তাঁর বিয়ের ছবি নিয়ে তুমুল বিতর্ক!
দিন কয়েক আগেই জ়াইরার বিয়ের খবর সামনে আসে। কিন্তু বিয়ের ছবিগুলো প্রকাশ হতেই নেটদুনিয়ায় শুরু হয় কটাক্ষের বন্যা। কারণ, একটিও ছবিতে নিজের মুখ দেখাননি জ়াইরা! কখনও দেখা গিয়েছে কনের হাত, কখনও পিঠ—কিন্তু মুখ পুরোপুরি ঢাকা।
এই আচরণে ক্ষুব্ধ হয়েছেন বহু নেটাগরিক। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “ধর্মীয় সংস্কারের কারণেই কি মুখ দেখাননি তিনি?” আবার কেউ সরাসরি কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। সমাজমাধ্যমে এক ব্যবহারকারী লিখেছেন,
“শেষে কি উগ্রবাদের অন্ধকারে তলিয়ে গেল উজ্জ্বল প্রতিভা? বিয়ের ছবিতেও মুখ দেখালেন না জ়াইরা!”
তবে সেই মন্তব্যে ‘উগ্রবাদের’ প্রসঙ্গ কেন এনেছেন, তা স্পষ্ট করেননি তিনি।
বিনোদন
খুব শীঘ্রই সন্তানের জন্ম দিতে চলেছেন পরিণীতি চোপড়া, হাসপাতালে ভর্তি অভিনেত্রী
অন্যদিকে, জ়াইরার অনুরাগীদের একাংশ অবশ্য তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন। তাঁদের মতে, ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর নিজের মতো করে থাকার অধিকার আছে।
২৪ বছরের জ়াইরার এই ‘মুখবিহীন বিয়ের ছবি’ নিয়ে এখন সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তর্ক-বিতর্ক। যদিও অভিনেত্রী নিজে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
একদিকে ভক্তদের শুভেচ্ছা, অন্যদিকে সমালোচনার ঝড়—সব মিলিয়ে আবারও আলোচনায় বলিউডের প্রাক্তন তারকা জ়াইরা ওয়াসিম।
বিনোদন
চোখে-মুখে ক্রূর হাসিতে যেনো লুকিয়ে রহস্য, পাওলি দামের নতুন অবতারে তবে কীসের ইঙ্গিত? জানুন
#ZairaWasim #BollywoodNews #ViralWedding #DangalActress #SocialMediaControversy #CelebrityNews #ZairaWasimWedding #TrendingNews #EntertainmentUpdate #ViralPhoto