মাত্র ১৩ মিনিটে ১৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে অপেক্ষারত রোগীকে হৃদযন্ত্র পৌঁছে দিয়ে নজির গড়ল মেট্রোরেল

মাত্র ১৩ মিনিটে ১৩টি স্টেশন পার করে মুমূর্ষু রোগীর কাছে পৌঁছে গেলো হৃৎপিণ্ড। চিকিৎসা ক্ষেত্রে যেখানে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ সেখানে মেট্রোরেলের এমন কাজের নজিরকে বাহবা দিয়েছেন সকলে। আর সেই হৃৎপিণ্ড প্রতিস্থাপনের পর মুমূর্ষু রোগী নিজের জীবন পেলো। এই বেনজির ঘটনা সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সড়ক পথে গ্রীন করিডোরের চিরাচরিত রীতি ভেঙে এমন অভাবনীয় পদক্ষেপ যা বেনজির।

ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে। সেখানে এলবি নগরে খামিনেনি হাসপাতালে এক রোগীর ব্রেন ডেথ হয়। সেই রোগীর হৃৎপিণ্ড পাঠানোর কথা হয় গ্লেনেগ্লেস গ্লোবাল হাসপাতালে। সেই হাসপাতালে এক রোগীর দেহে তা প্রতিস্থাপন করার কথা ঠিক হয়। কম সময়ে নিরাপদে হৃৎপিণ্ড সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কর্তৃপক্ষ মেট্রোরেলকে বেছে নেয়।

আর তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের তত্বাবধানে হৃৎপিণ্ড আনা হয় নির্দিষ্ট হাসপাতালে। মাত্র ১৩ মিনিটে ১৩টি স্টেশন পার করে ওই মেট্রো। ১৩ কিলোমিটার দূরত্ব মাত্র ১৩ মিনিটে পার করার জন্য নজির গড়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

হৃৎপিণ্ড গ্লেনেগ্লেস গ্লোবাল হাসপাতালে পৌঁছানোর পর হৃদযন্ত্রের অপেক্ষায় থাকা রোগীর দেহে তা প্রতিস্থাপন করা হয়। সঠিক সময় মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে ওই দূরত্ব অতিক্রম করা সম্ভব নয় হলে এত বড় সাফল্য হয়তে সম্ভব হতো না। সড়ক পথে ওই দূরত্ব পার করতে ১ ঘন্টারও বেশি সময় লাগতো। আর সেই রাস্তা মাত্র ১৩ মিনিটে পৌঁছানোয় জীবন বাঁচল এক রোগীর।

আরও পড়ুন,
*মহাকুম্ভ মেলায় ভাইরাল ‘মাসকুলার বাবা’ থাকতেন রাশিয়ায়, উচ্চতা সাত ফুট, পেশায় আগে ছিলেন শিক্ষক

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক