প্রতি মাসে মিলবে ৩০০০ টাকা পেনশন, আবেদন করবেন কীভাবে?

দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের উদ্যোগে চালু হয়েছে এক নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প, যার আওতায় একটি বিশেষ ই–কার্ডের মাধ্যমে উপভোক্তারা প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশনসহ দুর্ঘটনা বীমা এবং স্বাস্থ্যগত জরুরি সহায়তা পাবেন। কৃষক, চালক, গৃহকর্মী, রাস্তার বিক্রেতা, দৈনিক মজুরসহ বিভিন্ন পেশার শ্রমিকদের জন্য এই প্রকল্প অত্যন্ত উপকারী বলে মনে করছে কেন্দ্র।

কারা পাবেন এই সুবিধা?

নির্দেশিকা অনুযায়ী—

বয়স ১৮ থেকে ৫৯ বছর হতে হবে।

অসংগঠিত খাতে কর্মরত হতে হবে।

EPFO বা ESIC-এর আওতায় থাকা চলবে না।

আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা আবশ্যক।

ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

এই শর্ত পূরণ করলেই শ্রমিকরা ই–কার্ডের মাধ্যমে প্রকল্পে যুক্ত হতে পারবেন এবং দীর্ঘমেয়াদে পেনশন সুবিধা উপভোগ করতে পারবেন।

কোন কোন সুবিধা মিলবে?

সরকার জানিয়েছে, এক ই–কার্ডেই মিলবে একাধিক নিরাপত্তা সুবিধা—

প্রধানমন্ত্রী মানধন যোজনা: মাসে ৩,০০০ টাকা পেনশন

প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা: ২ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার

স্বাস্থ্যগত জরুরি অবস্থায় অর্থনৈতিক সহায়তা

অসংগঠিত শ্রমিকদের ভবিষ্যতের জন্য সামাজিক সুরক্ষা সমর্থন

এই সুবিধাগুলি শ্রমিকদের আর্থিক স্থিরতা এবং ঝুঁকির সময় সুরক্ষা দেবে বলে জানিয়েছে কেন্দ্র।

আবেদন কীভাবে করবেন?

প্রকল্পে যুক্ত হওয়ার প্রক্রিয়াটিও সহজ—

1. প্রথমে ভিজিট করুন: eshram.gov.in

2. হোমপেজে ‘ই–শ্রম’ অপশনটি নির্বাচন করুন

3. আধার নম্বর ও ক্যাপচা কোড প্রবেশ করান

4. মোবাইলে পাওয়া OTP দিন

5. ব্যক্তিগত তথ্য পূরণ করে ফর্ম জমা দিন

6. ভেরিফিকেশনের পর ই–কার্ড ইস্যু করা হবে

কার্ড হাতে পেলেই সব সুবিধা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে।

শেষকথা

অসংগঠিত ক্ষেত্রের কোটি কোটি শ্রমিকের জন্য এই নতুন ই–কার্ড প্রকল্প নিঃসন্দেহে বড় সুরক্ষা কবচ। মাসিক পেনশন, বীমা কভার এবং আর্থিক সহায়তা— সব মিলিয়ে এটি শ্রমিক পরিবারের ভবিষ্যৎ স্থিরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। চাইলে আজই আবেদন করে সুবিধা গ্রহণ করা যেতে পারে।

আরও পড়ুন
Multibagger Stock: ১১,০০০ শতাংশ রিটার্ন ৫ বছরে, ডিভিডেন্ড ঘোষণা করল এই মাল্টিব্যাগার স্টক 

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক