আজই বিয়ে, হবু বরের নাম নিজের হাতে লিখলেন সোনাক্ষী

বলিউডে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তিনি বিয়ে করতে চলেছেন জাহির ইকবালকে। আজ ২৩শে জুন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। যদিও এতকিছু হলেও হবু দম্পতি তা নিয়ে মুখ খোলেননি৷

তবে বলিউডের অন্দরে এই নিয়ে জোর তোরজোর শুরু হয়ে গিয়েছে। অনেক টালবাহানার পর নতুন জামাই জাহিরকে কাছে টেনে নিয়েছেন শত্রুঘ্ন সিনহা। আজ গাঁটছড়া বাঁধবেন সোনাক্ষী ও ইকবাল। তাই আলোয় সেজে উঠেছে বাড়ি ‘রামায়ন’। এদিকে শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে সোনাক্ষী ও জাহিরের মেহেন্দি অনুষ্ঠান।

হবু বরের নাম নিজের হাতে লিখেছেন সোনাক্ষী। এর পাশাপাশি ১৯শে জুন রাতে সঙ্গীত অনুষ্ঠান হয়ে গিয়েছে। এতকিছু হয়ে গেলেও সোনাক্ষী বা জাহির নিজে থেকে কিছু প্রকাশ্যে আনেননি। জানা যাচ্ছে, বিয়ের আগে রাতেই হবু শ্বশুর বাড়িতে দেখা যাচ্ছে সোনাক্ষীকে। রবিবার সকাল বেলাতেও জাহিরের বাড়িতে হাজির হয়েছিলেন সোনাক্ষী।

সেখানে গোটা দিন ছিলেন বলেও জানা গিয়েছে। প্রথমে শোনা যাচ্ছিল তাদের বিয়ে হতে চলেছে খুব সাধারণ ভাবে। তবে এখন শোনা যাচ্ছে বলিউডের অন্যান্য বিয়ের মতন ধুমধাম করেই সম্পন্ন হবে এই বিয়ে। মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে বসতে চলেছে বিয়ের আসর।

জানা যাচ্ছে, ফ্যাশন ডিজাইনার আবু জানিরে সারারা পোশাকে সাজতে চলেছেন সোনাক্ষী সিনহা। এর পাশাপাশি মণীশ মালহোত্রার ডিজাইনিং পোশাকে দেখা যাবে জাহির ইকবালকে। এর পাশাপাশি বিয়েতে বিশেষ অতিথি হিসেবে থাকতে পারেন সালমান খান। তিনি সোনাক্ষীর অনুরোধে পারফর্ম করতে পারেন বলেও শোনা যাচ্ছে।

error: Content is protected !!
এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক