সম্প্রতি ওয়ানপ্লাস তাদের নতুন ‘Nord’ সিরিজের একটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামী ১৬ই জুলাই ‘Summer launch’-এ নতুন স্মার্টফোনটি পেশ করতে চলেছে। এই অনুষ্ঠানে পেশ করা হবে ওয়ানপ্লাসের নতুন ‘Nord’ সিরিজের স্মার্টফোনটি৷ তবে আগত স্মার্টফোনটি বাজারে আসার আগে জেনে নেওয়া যাক কী কী রয়েছে স্মার্টফোনটিতে।
আগামী ১৬ই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে ‘Summer launch’ অনুষ্ঠান। আর সেই ইভেন্টে পেশ করা হবে নতুন ওয়ানপ্লাসের স্মার্টফোন OnePlus Nord 4। এই ইভেন্ট থেকে ভারতের বাজারে লঞ্চ করা হবে স্মার্টফোনটি। আর তারপর থেকে ভারতীয়রা কিনতে পারবেন এটি। ১৬ই জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান। ইভেন্টটি কোম্পানির ওয়েব সাইট থেকে সকলে লাইভ দেখতে পারবেন।
তবে জেনে নেওয়া যাক, কী কী রয়েছে এই স্মার্টফোনে। জানা যাচ্ছে, ৮ জিবি র্যাম ও ১২ জিবি ইন্টারনাল মেমোরি থাকতে পারে। এর পাশাপাশি এই স্মার্টফোনে ১২৮ জিবি, ২৫৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারনাল মেমোরি যোগ করার ব্যবস্থা থাকবে। এর পাশাপাশি স্মার্টফোনটিতে ৬.৭৪ ইঞ্চি ১.৫কে ওএলইডি ডিসপ্লে সহ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে।
এর পাশাপাশি এতে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া স্মার্টফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭+ জেন৩ অক্টাকোর প্রসেসর। স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরা থাকছে ৫০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর থাকছে।
Metal welded with Mettle. #NeverSettle pic.twitter.com/RphVccO4Bp
— OnePlus India (@OnePlus_IN) July 3, 2024
এছাড়া ফ্রন্ট ক্যামেরা থাকছে ১৬ মেগাপিক্সেল। স্মার্টফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে ও ব্যাটারি থাকছে ৫,৫০০ এমএএইচ। সবমিলিয়ে স্মার্টফোটির দাম ৩১,৯৯৯ টাকা হতে পারে। এটি OnePlus Nord 4-এর ক্রয় মূল্য। Nord 4 5G-এর দাম হতে পারে ৩৫,৯৯৯ টাকা।