হু হু করে কমবে বিদ্যুতের বিল! ইলেকট্রিক খরচ কমানোর ম্যাজিক্যাল ট্রিক্স

বর্ষা আসলেও গরম কমার নাম নেই। সূর্য প্রতিদিনই তার পরীক্ষা দিয়ে চলেছে। আর এমন পরিস্থিতিতে গরম বাড়ছে ক্রমশ। এই গরম কমাতে ও সাময়িক স্বস্তির জন্য ফ্যান ও এয়ার কন্ডিশনারের দরকার হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ-এর বিল আসে অনেকটাই। বিদ্যুৎ-এর বিল কমানোর চেষ্টা করেন অনেকেই। যাদের বাড়িতে একটির বেশি এসি রয়েছে তাদের ১০ হাজার টাকা পর্যন্ত বিল আসে।

তবে জেনে নেওয়া যাক

কোন উপায়ে বিদ্যুৎ-এর বিল কম আনা যাবে

ইনভার্টার এয়ার কন্ডিশনার ব্যবহা

এসিতে প্রচুর পরিমাণে বিল ওঠে। কিন্তু গরম যেমন পড়ে চলেছে তাতে এসির প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু তাতে আসছে হাজার হাজার টাকার বিল। সেক্ষেত্রে ইনভার্টার এয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে।

বিএলডিসির সিলিং ফ্যান

সিলিং ফ্যানে বিল অনেকটাই বেশি আসে। তাই ৭০ থেকে ১২০ ওয়াটের সিলিং ফ্যান পাওয়া গেলেও বাজারে বিএলডিসির সিলিং ফ্যান রয়েছে। এই ফ্যান মাত্র ৩২ ওয়াট। এই ফ্যান চালালে বিদ্যুৎ-এর বিল অনেকটাই কম আসবে।

মাইক্রোওয়েভ ও ফ্রিজ ব্যবহার

বাড়িতে মাইক্রোওয়েভ ব্যবহার করলে সবসময় মেশিনটির প্রধান সুইচ বন্ধ করবেন। এর পাশাপাশি ফ্রিজে সঠিক তাপমাত্রা ব্যবহার করুন। ঘন গন ফ্রিজ খুলবেন না৷ এর ফলে অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় হবে।

এলইডি বাল্ব বা টিউব লাইট ব্যবহার

বাড়িতে বিদ্যুৎ-এর বিল কম করার জন্য এলইডি বাল্ব বা টিউব লাইট ব্যবহার করতে পারেন।