টলিউডে বর্তমানে বন্ধ রয়েছে সমস্তরকমের শ্যুটিং। টেকনিশিয়ান বনাম ডিরেক্টর ও প্রোডিউসারদের মধ্যে দ্বন্দ্ব লেগে রয়েছে। আর এরফলে পরিচালকেরা জানিয়েছেন কোনরকম শ্যুটিং করা যাবে না। অনির্দিষ্টকালের জন্য এই শ্যুটিং বন্ধ রাখা হবে বলেও জানান তারা। এই খবর সামনে আসার পর অনেকেরই মন খারাপ। তবে এসবের মাঝেও খুশির হাওয়া বয়ে নিয়ে এসেছে আরেকটি খবর।
জানা যাচ্ছে, দীর্ঘদিন পর ফের সৃজিত ও সুমন যুগলবন্দী দেখা যাবে। অর্থাৎ সৃজিত মুখার্জির আগামী ছবি ‘পদাতিক’-এর জন্য গান গাইবেন কবীর সুমন। আর এই খবর খুশি হয়েছেন অনেকেই। এর আগে শেষ কবীর সুমনের গান সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমায় শোনা গিয়েছে ‘জাতিস্মর’-এ। এরপর আর তাদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।
এবার দীর্ঘদিন পরে সৃজিত মুখার্জির সিনেমার জন্য গান গাইবেন কবীর সুমন। এরপর কবীর সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সৃজিতের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক। সেই জায়গা থেকে আমার গাওয়া, লেখা এবং সুর করা ওর পছন্দের একটি গানের উল্লেখ করে সৃজিত। আবদার জানায়, গানটি ‘পদাতিক’ ছবিতে ব্যবহার করতে চায়। আমি না বলিনি।”
জানা গিয়েছে, গানটি লেখা, সুর ও গলা সবেতেই রয়েছেন কবীর সুমন নিজে। যদিও ‘জনতার হাতে হাগে ঘোরো তুমি নিশানার মত’ গানটি সমুনের কোনো অ্যালবামের গান নয়। বরং কোনো অনুষ্ঠানে গায়ক এটি গেয়েছিলেন। আর সেটিই শুনেছেন সৃজিত। আর তারপর তার ভালো লেগে যায় গানটি। তিনি এরপর সুমনকে গানটি রেকর্ড করার জন্য অনুরোধ করেন।
জানা যাচ্ছে, গত মাসে সৃজিতের অনুরোধে সুমন গানটি রেকর্ড করেছেন। এর পাশাপাশি তিনি হারমোনিকা বাজিয়েছেন। তবে গানটি ছবিতে কীভাবে ব্যবহার হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি।
আরও পড়ুন,
*প্রেমিকের সঙ্গে নির্জন দ্বীপে কৃতি! জন্মদিন কোথায় গেলেন অভিনেত্রী?