প্রেমিকের সঙ্গে নির্জন দ্বীপে কৃতি! জন্মদিন কোথায় গেলেন অভিনেত্রী?

kmc 20240731 052153 KEC3O67n2Q 1

বলিউডের প্রথম সারির অভিনেত্রী কৃতি স্যানোন। একের পর এক ছবিতে অভিনয় করে জনপ্রিয় তিনি। তার হাতেও প্রচুর কাজ। সিনেমায় অভিনয় করার পাশাপাশি তিনি প্রসাধনী ব্র্যান্ডের কাজ শুরু করেছেন। এসবের পাশাপাশি কিনেছেন নতুন বাড়ি। এতকিছুর মাঝে অনুরাগীদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর তা হলো কৃতির জীবনে কি কোনো পুরুষ নেই? তিনি কি একাই আছেন?

তবে এই প্রশ্নের অফিশিয়াল উত্তর ‘না’ হলেও কানাঘুষা শোনা যায় অনেককিছুই। বলি পাড়ায় কান পাতলেই শোনা যায় কৃতি নাকি মন দিয়েছেন লন্ডন নিবাসী শিল্পপতি কবীর বহিরাকে। তার সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। এবার এই জল্পনা যেনো আরই প্রবল হয়ে উঠল।

সম্প্রতি জন্মদিন গিয়েছে অভিনেত্রী। নিজের জন্মদিন উপলক্ষ্যে গ্রিসের এক দ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন কৃতি স্যানোন। সেখানেই কবিরের ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী। সেখানে একটি পার্টিতে তাদের দেখা যায়। যদিও সেই মূহুর্তটি অন্য কেউ ক্যামেরাবন্দী করেছে। আর সেই ছবিতে দেখা যায় মধুর সময় কাটাচ্ছেন কৃতি ও সেই ব্যবসায়ী।

কৃতির জন্মদিন উপলক্ষ্যে গ্রীসে ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন তিনি৷ এবার কবীরের সঙ্গে ক্যামেরাবন্দী হওয়াতে অনেকেই নিশ্চিত মহেন্দ্র সিং ধোনীর ঘনিষ্ঠ ব্যবসায়ী কবিরের সঙ্গে সম্পর্কে রয়েছেন কৃতি। কবিরকে সেই পার্টি থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতে দেখা গিয়েছে।

কৃতি ও কবীর অনেকদিন আগে থেকেই যে একে অপরকে মন দিয়েছেন তা বোঝা গিয়েছিল আছর শুরু হওয়ার সময়। বর্ষবরণের দিন দুবাইতে একসঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে যুগলকে। সেখানে হাজির ছিলেন কৃতির বোন নুপূর স্যানন ও স্বস্ত্রীক মহেন্দ্র সিংহ ধোনি।

আরও পড়ুন,
*‘ঠাস করে চড় মারবো…’ হঠাৎ ইমনের উপর চটলেন কেন ‘দিদি নাম্বার ওয়ান’ রচনা?