টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য। ধারাবাহিক থেকে বড় পর্দায় দাপিয়ে অভিনয় করে চলেছেন তিনি। ‘জল থইথই ভালোবাসা’-তে অভিনেত্রীর দারুণ অভিনয় মন জয় করেছে সকলের।
এর পাশাপাশি তার অভিনীত বাকি ধারাবাহিক ও সিনেমা যা বেশ জনপ্রিয়। তবে অভিনয়ের পাশাপাশি তিনি নাকি আরেকটি জিনিস করে থাকেন বলে টলিউডে কানাঘুষো শোনা যায়।
তিনি নাকি ঘটকালি করে অনেকের শুভ পরিণয় ঘটিয়েছেন। এবার সেই কাজ করলেন নিজের দাদার বিয়েতে। অভিনেত্রীর মা চেয়েছিলেন তার ছেলের একজন ঠিকঠাক পাত্রীর সঙ্গে বিয়ে হোক। তিনি তার পাত্রের জন্য পাত্রী ঠিক করেও রাখেন। কিন্তু তা আর তিনি দেখে যেতে পারেননি৷ ছেলের বিয়ে দেওয়ার আগেই তিনি পরলোকে গমন করেন। এবার সেই ফেলে রাখা কাজ সুনিপুণভাবে সম্পন্ন করলেন মেয়ে অপরাজিতা।
আরও পড়ুন,
*শাশুড়ীর ঠোঁটে লিপ কিস! অপরাজিতা আঢ্যর কান্ড দেখে তাজ্জব নেট দুনিয়া
তার আগে দাদার আইবুড়ো ভাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী। তার সঙ্গে জুড়ে দিলেন মনের গহীনে থাকা কথাগুলি। তিনি লিখলেন, “‘মা এটা তোমার গল্প। যতদিন বেঁচেছ কোনদিন ভালো করে আরাম করে বাঁচতে পারনি। সব সময় ভয় তাড়া করত তোমায়। তোমার ছেলের কি হবে, তোমার ছেলে আর পাঁচ জন মানুষের মত স্বাভাবিক নয়। অত্যন্ত সরল আর সব ছেলের থেকে কিছুটা হলেও আলাদা।”
এরপর তিনি লেখেন, “কি হবে তোমার ছেলেটার যদিও তোমার মেয়ে আছে, সে সব দায়িত্ব কর্তব্য করতে পারে কিন্তু তবুও তোমার কোথায় একটা ভয়, কোথায় একটা শঙ্কা, একটা অবিশ্বাস কাজ করত। তুমি না থাকলে ছেলে কি করে বাঁচবে, ছেলে কি করে থাকবে, তুমি কখনও একা থাকাতে বিশ্বাসী ছিলে না, তুমি অসম্ভব বিয়েতে বিশ্বাসী ছিলে। তুমি সব সময় মনে করতে একা বাঁচা যায় না। যদিও আমরা সকলে পৃথিবীতে একাই আসি আর একাই যাই।”
অভিনেত্রীকে লিখতে দেখা যায়, “তবু এই পৃথিবী লোকে বাঁচার জন্য বোধহয় একজন সঙ্গীর খুব দরকার। তুমি সারাক্ষণ সবাইকে বলতে আমার ছেলের কি করে বিয়ে হবে, আমার ছেলেকে কে বিয়ে করবে, আমার ছেলেকে কে বিয়ে দেবে? তোমার পছন্দ করা পাত্রী রানী দিদি। কিন্তু সেই সময় রানী দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি আসলে সময়ের আগে কিছুই হয় না।”
অপরাজিতার কথায় তার মা এখন গোটা পৃথিবী জুড়ে বিরাজমান। তিনি আর শরীরের মতন খাঁচায় বন্দী নেই। তাই তিনি তার ছেলের বিয়েতে যে খুব খুশি হয়েছেন এই বিষয়ে নিশ্চিত অভিনেত্রী। মায়ের মৃত্যুর ১ বছর ৮ মাস পর দাদাকে বিয়ে দিলেন অপরাজিতা। সমস্ত নিয়ম সুষ্ঠুভাবে পালন করে তিনিও পরিতৃপ্ত। এর পাশাপাশি দাদার বিয়ের একাধিক মূহুর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভুললেন না তিনি।
আরও পড়ুন,
*আমি আপনাকে ইডিয়ট বলতে পারি? বেদা-র ট্রেলার লঞ্চে এসে চটলেন জন আব্রাহাম, জানুন কি ঘটেছিলো?