টলিউডের প্রথম সারির অভিনেত্রী হলেও তিনি তার পরিবারকে সবার আগে রাখেন। তাই পরিবারকে সময় দিতে তিনি ক্লান্ত নন। সবকিছুর আগে যে তার পরিবার তা তিনি বারবার স্পষ্ট করে দেন। তিনি হলেন অপরাজিতা আঢ্য৷ সম্প্রতি শ্যুটিং-এর চাপ সামলে দিলেন দাদার বিয়ে। আর বেশ ধুমধাম করে মহা সমারোহে বিয়ে দিলেন দাদার৷ প্রথম থেকে বিয়েতে উপস্থিত থেকে বিয়ের সমস্ত আয়োজন নিজে হাতে করলেন তিনি।
পাত্রী তাদের বহুদিনের পরিচিত। অপরাজিতার মা এই পাত্রীকে তার দাদার জন্য ঠিক করছিলেন। ভেবেছিলেন তিনি দাঁড়িয়ে থেকে ছেলের বিয়ে দিয়ে যাবেন। কিন্তু তা আর সম্ভব হয়নি। তার আগেই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নেন অপরাজিতার মা। তাই মায়ের এই অপূর্ণ ইচ্ছে পূরণ করলেন মেয়ে। হাওড়ার বাড়িতে সমস্ত আয়োজন করা হয়েছিল।
অপরাজিতার দাদা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। কিন্তু অসুস্থ হলেও কাছের মানুষের সঙ্গে থাকলে মন ভালো থাকে। অভিনেত্রীর বৌদির নাম রানী। তিনি অভিনেত্রীর মা ও দাদাকে খেয়াল রেখেছেন। দীর্ঘদিনের চেনা মেয়ের সঙ্গে বিয়ে হলো অপরাজিতার দাদার। সই করে , মাল্যদান করে বিয়ে হলো তাদের।
বিয়ের দিন কনেকে দেখা গিয়েছে সবুজ ও গোলাপি রঙের বেনারসিতে। মাথায় ছিল ওড়না। অপরদিকে অপরাজিতার দাদার পরনে ছিলো পাঞ্জাবি ও জোর পরে বসেছিলেন তিনি। এরপর বিয়ে মিটতেই রবিবার ছিল ঘরোয়া বৌভাত। এদিন অভিনেত্রীর বৌদিকে দেখা গিয়েছে সবুজ শাড়িতে। চোখেমুখে হাসির রেষ। সঙ্গে গায়ে সোনার গয়না। মাথায় টিকলি, নাকে নথ ও মাথায় খোঁপা করে গোলাপ ফুল গোঁজা।
গোটা বিয়ে বাড়ির নিজেদের মানুষদের নিয়ে মেতে ছিলেন অপরাজিতা। সঙ্গে তার পালিতা কন্যা গার্গীকেও দেখা গিয়েছে। দাদার বিয়ের মূহুর্তগুলি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করতে ভুললেন না অভিনেত্রী। সকলেই অভিনেত্রীর এমন কাজের প্রশংসা করেছেন।
আরও পড়ুন,
*ফের রণক্ষেত্রে বাংলাদেশ, ‘লাল’, হিংসার প্রতিবাদে তানজিন তিশা-মিম-ফারুকি
*৯ হলেই বিয়ে দিতে হবে মেয়েদের! নেয়া বিল পাশের উদ্যোগ সংসদে