ফের রণক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের অপসারণের দাবিতে বাংলাদেশের যুব সমাজ ফের পথে নেমেছে। এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ নামিয়েছে কাঁদানেগ্যাস ও স্টান গ্রেনেড। আর এরফলে এখনও পর্যন্ত ২০০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।
এদিকে দেশের মধ্যে এমন অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর সেই দেশের তারকারা সন্ত্রাস থামানোর আকুতি করেছেন। এই কারণে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল তারা লাল করে রেখেছেন এদিকে দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তারকারা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করে তাদের মতামত জানিয়েছেন। বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মোস্তাফা সারোয়ার ফারুকি।
তিনি তার প্রোফাইলের ছবি লাল করে লিখেছেন, “সন্ত্রাস থামান। বাংলাদেশ সেনাবাহিনী, আপনাদের কাজ হল, যারাই সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে দাঁড়ানো! তা সে যে পক্ষেরই হোক। যার যা মত, তারা তা প্রকাশ করবে, সমাবেশ করবে, মিছিল করবে। কিন্তু পিস্তল দিয়ে, শট গান দিয়ে কোনও জনমত প্রকাশ করা হচ্ছে?”
https://www.facebook.com/share/p/du8RWUPMYL886op4/?mibextid=oFDknk
এর পাশাপাশি আরেক অভিনেতা জিয়ল ফারুক অপূর্ব। তিনি বরাবর বাংলাদেশের ছাত্র আন্দোলনের পাশে ছিলেন। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “সাবাস বাংলাদেশ।” দেশের আরেক অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “যতবার শুনতেছি চোখ ভিজে যাচ্ছে, আমরা দেশটাকে কত ভালোবাসি। সকল দেশের রাণী সে যে আমার আমার জন্মভূমি।”
https://www.facebook.com/share/6ijgjEC2gQMofy95/?mibextid=xfxF2i
জিয়াউল হক পলাশ আরেক জনপ্রিয় অভিনেতা। তিনিও প্রোফাইলে বাংলাদেশের পতাকার উপরে একটি ছেলে লাল কাপড়ে চোখ বন্ধ করে আছে সেরকম একটি ছবি দিয়েছেন। এর পাশাপাশি নাজিফা তুশি, বিদ্যা সিনহা মিম তাদের প্রোফাইলের ছবি লাল করে দিয়েছেন। বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার ফেসবুক পোস্টে লিখেছেন, “আর অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, যখন তারা জুলুম করেছিল। সূরা ইউনুস, আয়াত: ১৩।”
আরও পড়ুন,
*প্রকাশ্যে শাশুড়ীর ঠোঁটে লিপ কিস! অপরাজিতা আঢ্যর কান্ড দেখে তাজ্জব নেট দুনিয়া