বলি পাড়ার অ্যাকশন খিলাড়ি বলতে যাকে বোঝানো হয় তিনি হলেন অক্ষয় কুমার। একের পর এক ছবিতে নিজেকে নিংড়ে নিলেও দর্শক তাকে সেভাবে পছন্দ করছেন না। প্রতি বছর তার একাধিক ছবি মুক্তি পায়। কিন্তু কোনো ছবি সেভাবে সাড়া জাগাতে পারে না। কিন্তু অক্ষয় থামার পাত্র নয়। তিনি একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন।
এদিকে সম্প্রতি অক্ষয়কে দেখা গেলো পর্দার হিরোর মতন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে হাতে খাবারের থালা নিয়ে এগিয়ে আসছেন অক্ষয়। তিনি তার প্রতিবেেশীদের ডিনার সার্ভ করছেন। তার মুখে রয়েছে মাস্ক। যদিও তারপরও তার অনুরাগীরা তাকে চিনতে পেরেছেন।
এদিকে অক্ষয় কুমার বক্স অফিসে এখন সেভাবে হিট ছবি দিতে পারছেন না। একসময় তার হাত ধরে একের পর এক হিট ছবি বেরিয়েছে। এখন তিনি একের পর এক ফ্লপ ছবি করে চলেছেন। আর এই ফ্লপের খবরে তার মৃত্যু সংবাদ রটেছিল। তবে ট্রোলারদের জবাব দিতে অক্ষয় বলেন, “আমি মরিনি, বেঁচে আছি।”
এই বিষয়ে তিনি বলেন, “আমি যে ছবিগুলো করেছি, কোনটাও সফল হয়েছে, কোনটা হয়নি। ব্যর্থতা আমার কাছে নতুন নয়। কেরিয়ারের একটা সময় আমার একটানা ১৬টি ছবি ফ্লপ করেছিল। কিন্তু আমি তার পরেও কাজ করতেই থেকেছি। আগামী দিনেও কাজ করতেই থাকব।”
Video: @akshaykumar sir spotted feeding needy people in Mumbai today. pic.twitter.com/HDk2ta7X7g
— Akshay Kumar 24×7 (@Akkistaan) August 6, 2024
যদিও বলি পাড়ায় অক্ষয় কুমার জনপ্রিয়তা যেমন কম নয় তেমনই দেশ জুড়ে তার একাধিক ভক্ত রয়েছে। একসময় তার অভিনীত ছবি কোটি টাকার ঘরে ব্যবসা করেছে। তবে করোনা আবহের পর তার ভাগ্যের শিকে ছেড়েনি। যদিও একাধিক চরিত্রে তিনি অভিনয় করলেও দর্শকদের মন গলাতে পারছেন না অভিনেতা তা স্পষ্ট।
প্রথম কমেন্টে,
*আমিও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর পথেই হাঁটবো, কি ইঙ্গিত দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত