গর্জে উঠেছে বাংলাদেশের হিন্দুরা, কী বলছেন বাঁধন, তসলিমা?

সংরক্ষণের বিরুদ্ধে ছাত্র আন্দোলন বর্তমানে পরিণত হয়েছে সাম্প্রদায়িক দ্বন্দ্বে। বাংলাদেশী হিন্দুদের ওপর একাধিক আক্রমণের খবর মিলেছে। বিশেষ করে শেখ হাসিনার দেশত্যাগ করার পর অভিযোগ উঠেছে বহু হিন্দুকে খুন করা হয়েছে এবং ভাঙ্গা হয়েছে একাধিক মন্দির।

শুধু তাই নয় একাধিক হিন্দু বাড়িতে লুটপাট করা হয়েছে।সম্প্রতি হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন বাংলাদেশ সমস্ত হিন্দুরা। শুক্রবার বাংলাদেশে রাজধানী ঢাকায় হিন্দুরা বিশাল মিছিল করেন। সেখানে হয় হিন্দুদের সমাবেশ। চট্টগ্রাম শহরেও তাদের সমাবেশ করতে দেখা যায়।

প্রত্যেকের কণ্ঠে শোনা যায়, ‘আমার মাটি, আমার মা, এই দেশ ছাড়বো না, দেশটা কারোর বাপের না।’ আবার কেউ কেউ হিন্দুদের উপর অত্যাচার নিয়ে স্লোগান তুলেছেন ‘জবাব চাই জবাব দাও’। গর্জে উঠে হিন্দুরা বলেন, ‘মঠ, মন্দিরে হামলা কেন প্রশাসন চুপ কেন’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’।

এই বিশাল সমাবেশের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এছাড়াও প্রতিবাদী লেখিকা তসলিমা নাসরিনের ফেসবুক পোস্টেও উঠে এসেছে এই মিছিলের ছবি। আসলে অভিনেত্রী আজমেরী হক বাঁধন চেয়েছিলেন পৃথিবীর বুকে বাংলাদেশ হয়ে উঠুক অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারীবান্ধব রাষ্ট্র।

অন্যদিকে তসলিমা লিখেছেন, ‘ছাত্রছাত্রীরা ইস্কুলে ফিরে যাক। সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। এনজিও কর্মীরা এনজিওতে ফিরে যাক। অধ্যাপকরা ক্লাসরুমে ফিরে যাক। রাজনীতিকরা আলোচনা করুক, দেশ পরিচালনা করুক।’ এছাড়াও এক ছাত্রীর গানের ভিডিও তিনি পোস্ট করেছেন তার হ্যান্ডেলে।

আরও পড়ুন,
*খুব শীঘ্রই ফিরছি, দেশ ছাড়ার পর প্রথম বার্তা শেখ হাসিনা, আমেরিকার বিরুদ্ধে বিরাট অভিযোগ

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক