সোহিনী-শোভনের বিয়ের একমাসও হয়নি, রণজয় বিষ্ণুর বাড়িতে আইনি নোটিশ

kmc 20240811 235035 muKqHHa15t

বিয়ের এক মাস কাটতে না কাটতেই প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণুর বাড়িতে আইনি নোটিশ পাঠালেন অভিনেত্রী সোহিনী সরকার। শুধু তাই নয় রণজয়ের আরেক প্রাক্তন তথা অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতাও একই নোটিশ পাঠিয়েছেন তার বাড়িতে। সোহিনী-শোভনের বিয়ের পর থেকে বারবার উঠে এসেছে রণজয়ের নাম।

আসলে দীর্ঘ চার বছর সম্পর্কে আবদ্ধ ছিলেন তারা। তবে ‘গুড্ডি’ ধারাবাহিকে অভিনয় করার পর থেকেই নাকি রণজয়ের আচরণে একাধিক পরিবর্তন লক্ষ্য করেন সোহিনী। ধীরে ধীরে দূরত্ব বাড়ে এবং অবশেষে বিচ্ছেদ হয়ে যায়। এরপর শোভনের সাথে সম্পর্কে জড়ান তিনি। গত ১৫ই জুলাই বিয়ে সারেন তারা।

তাদের বিয়ের পর থেকেই রণজয়কে নিয়ে নানান ধরনের কথা উঠতে থাকে। যদিও রণজয় প্রাক্তনকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে সকলের দাবী সেটি নাকি লোক দেখানো। পেছনে নাকি অন্যরকম কথা বলেছেন তিনি। আর সেই আপত্তিকর মন্তব্যের কারণে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সোহিনী।

সোহিনীর আইনজীবীর তরফ থেকে নোটিশ গিয়েছে তার বাড়িতে। সে একই মর্মে নোটিশ পাঠিয়েছেন আরেক অভিনেত্রী সায়ন্তনী। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি রণজয়কে। উল্লেখযোগ্য, এর আগে সায়ন্তনী এবং সোহিনী অভিযোগ তুলেছিলেন তাদের এটিএম কার্ডের মতোন ব্যবহার করতেন রণজয়।

যে কথা শোনার পর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন অভিনেতা। সেখানে লেখেন তার বিরুদ্ধে যদি এরকম কথা আর উঠে আসে তাহলে তিনি আইনি পথে হাঁটবেন। তবে তার কিছু করার আগেই তার বাড়ি নোটিশ পাঠালেন সোহিনী এবং সায়ন্তনী।

আরও পড়ুন,
*আর জি কর মেডিকেল হাসপাতালে তরুণীকে একাধিক বার ধর্ষণ, ধৃত অভিযুক্তের সঙ্গে আরও কি কেউ ছিল?