‘…শুধুই যেনে তারকাদের প্রচার…’, দ্বিতীয় দিনের জমায়েতে সোহিনীর বার্তা

১৪ই আগস্টের রাতে গোটা রাজ্য জুড়ে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। সকলের একটি দাবি, গত ৮ই আগস্ট আর জি কর মেডিকেল হাসপাতালে হয়ে যাওয়া নারকীয় ঘটনায় অভিযুক্তদের শাস্তি এবং মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এই একই দাবিতে পথে নেমেছিলেন টলিউডের অভিনেত্রী সোহিনী সরকার। এরপরের দিন ১৫ই আগস্ট হাসপাতাল চত্বরে উপস্থিত থেকেছেন তিনি।

সোহিনী সরকারের বার্তা, “আমরা শহরের আর কোনও মেয়ে, তরুণী চিকিৎসকের মতো যন্ত্রণা পেয়ে মরতে রাজি নই। এই প্রতিবাদ আর যেন না করতে হয়। আর যেন কোথাও, কোনও মেয়ের সঙ্গে এমন নারকীয় ঘটনা না ঘটে।” আর জি করে তরুণী চিকিৎসকের উপর হওয়া নারকীয় ঘটনায় স্তম্ভিত গোটা রাজ্য ও দেশ। এই ঘটনায় প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে দেশের বাইরে বিভিন্ন জায়গায়।

এদিন কথার শুরুতেই সোহিনী বলেন, তিনি এই মূহুর্তে ধন্যবাদ বা নমস্কার বলার মতন কোনো অবস্থাতেই তিনি নেই। এই ঘটনার প্রতিবাদে হওয়া আন্দোলন কীভাবে শেষ হবে তা তিনি জানেন না। কিন্তু এই ঘৃণ্য অত্যাচারের শেষ চান তিনি। সেটি যারা রাজ্য বা দেশ চালানোর কাজে নিযুক্ত তারা স্থির করবেন।

কথা বলতে গিয়ে সোহিনী বলেন, “১৪ অগস্ট যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডে মেদিনীপুর থেকে এক মা এসেছিলেন। তাঁর মেয়ে বছর দুই আগে ধর্ষণের শিকার হয়েছেন। সেই মামলা ধামাচাপা পড়ে গিয়েছে। সেই মায়ের আশা, যদি এই আন্দোলন তাঁর মেয়েকেও সুবিচার পাইয়ে দেয়।”

এমন দিন দেখতে হচ্ছে বলে আফসোস করেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, আন্দোলনকে সঠিকভাবে তুলে ধরতে। প্রতিবাদ শুধুই যেনো তারকাদের প্রচার না হয়ে ওঠে।

আরও পড়ুন,
*গ্রেফতার রুদ্রনীল-সহ বেশ কয়েকজন, প্রশ্ন তুললেন, ‘আপনার কত জেল আছে মুখ্যমন্ত্রী?’