এই প্রথম সন্তানকে প্রকাশ্যে আনল রাহুল-প্রীতি, বাবার কোলে ছোট্ট প্রিন্সেস

কিছুদিন আগেই আমরা জানতে পেরেছিলাম রাহুল ও প্রীতির কোল আলো করে একটি কন্যা সন্তান এসেছে, কয়েকদিন হসপিটালে থাকার পরে এবার পালা তাদের মেয়েকে বাড়িতে শুভ আগমন করানোর। তাদের মেয়ে আসার সুবাদে রাহুল প্রীতির বাড়ি অতি সুন্দর করে সাজানো হয়েছে, নানান রঙের বেলুন দিয়ে বাড়ি সাজিয়েছেন তারা এবং অভিনেতা রাহুল সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

রাহুল মজুমদার যেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেটিতে ছিলেন তিনি এবং তার স্ত্রী‌ প্রীতি ও সঙ্গে তাদের কোলে আছে তাদের সদ্যজাত কন্যা, তবে তাদের কোলে তাদের সন্তান থাকলেও তার মুখ এখনো পর্যন্ত প্রকাশ্যে আনেননি তারা। ছবির ক্যাপশনে অভিনেতা রাহুল লেখেন ‘ওয়েলকাম প্রিন্সেস’। তার এই ছবির কমেন্ট সেকশনে শুভেচ্ছা বার্তার ছড়াছড়ি লেগে রয়েছে।

জানা গেছে অভিনেত্রী প্রীতিকে ডাক্তার বলেছিলেন সেপ্টেম্বরে ডেলিভারির কথা, কিন্তু আগস্টেই তাদের সন্তান পৃথিবীতে চলে এসেছে। অর্থাৎ সময়ের কিছুদিন আগেই ছোট্ট প্রিন্সেস হয়।অভিনেতা রাহুল জানান তাদের মেয়ে এবং প্রীতি দুজনেই পুরোপুরি সুস্থ আছেন।

২০১৭ সালে একটি সেট থেকেই রাহুল ও প্রীতির বন্ধুত্ব হয় এবং পরবর্তীতে সেটি প্রেম ও প্রেম থেকে বিয়ে পর্যন্ত গড়ায়। টানা তিন বছর সম্পর্কে থাকার পরে রাহুল ও প্রীতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর বিয়ের চার বছরের মাথায় তারা মা বাবা হন।

প্রীতি সন্তানসম্ভবা হওয়ার পর থেকে তার কাছ থেকে বিরত নেন। অন্যদিকে” রাহুল হরগৌরী পাইস হোটেলে” মূল চরিত্রে অভিনয় করার পরে বর্তমানে তিনি বাড়িতেই আছেন। রাহুল প্রীতি দুজনেই তাদের কন্যাকে নিয়ে খুবই এক্সসাইটেড। আপাতত তারা তাদের মেয়েকে নিয়েই ব্যস্ত আছেন। আশা করি খুব তাড়াতাড়ি তাদেরকে আবারো নতুন কোন চলচ্চিত্রে আমরা দেখতে পাবো।

আরও পড়ুন,
*‘আজ চোখে জল এলো’, মিছিলে সামিল না হয়েও এ কথা কেন লিখলেন টোটা?