বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা কে ইয়ং জেনারেশন এর প্রত্যেকেই চেনেন,১৯৮৭ সালে ২রা জুনে অভিনেত্রী সোনাক্ষী সিনহা পাটনার বিহারে জন্মগ্রহণ করেন। অভিনেত্রী অভিনয় জগতে পা রাখেন ২০১০ সালে “দাবাং ” সিনেমার হাত ধরে, এই ছবিতে জনপ্রিয় অভিনেতা সালমান খানের বিপরীতে সোনাক্সি কাজ করেন। তার প্রথম ছবিই একেবারে সুপারহিট হয়েছিল, এরপর ধীরে ধীরে “রাউডি রাঠোর”,”দাবাং ২”, লুটেরা এছাড়াও আরো অনেক ছবি আমাদের উপহার দেন তিনি, তার করা বেশিরভাগ সিনেমা গুলিই সুপারহিট হয়েছে।
আরব সাগর থেকে বান্দ্রার অলি ওরলির যে সংযোগস্থল সেখানে একটি বড় ফ্ল্যাট রয়েছে সেখানেই অভিনেত্রী সোনাক্ষী সিনহা থাকেন। এ বছরই জুন মাসে সোনাক্ষী অভিনেতা জাহির ইকবালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সোনাক্ষীর ফ্ল্যাটেই তাদের রেজিস্ট্রি ম্যারেজ ও মালা বদল হয়, তাদের বিয়ের ভিডিওর মধ্যে সোনাক্ষীর ফ্ল্যাটটি খুব ভালোভাবে দেখা যায় যে সেটি কতটা সুন্দর।
জানা গেছে সোনাক্ষী সিনহা তার ফ্ল্যাট টি বিক্রি করতে চান, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি বাড়ি কেনা বেচার সংস্থা তে তিনি সে কথা জানান। এই ফ্ল্যাট টি ২৪০০ বর্গ ফুটের, এবং ফ্ল্যাটটির মধ্যে দুটি বেডরুম রয়েছে। অভিনেত্রী ফ্ল্যাট টির বিক্রয় মূল্য ধার্য করেছেন ২৫ কোটি টাকা।
খবর রয়েছে একই জায়গায় সোনাক্ষী ২০২৩ এ ১১ কোটি টাকা দিয়ে আরও একটি ফ্ল্যাট কেনেন, সেই কারণেই নেটিজেনরা ধরে নিয়েছে তাহলে হয়তো অভিনেত্রী এবার থেকে সেখানেই পুরোপুরি ভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সে জন্যেই তিনি পুরনো ফ্ল্যাটটিতে নেই বিক্রি করে দিতে চাইছেন।
আরও পড়ুন,
*বিনোদন জগতে নক্ষেত্র পতন! প্রয়াত উৎপলেন্দু চক্রবর্তী