কলকাতার বুকে একটি ব্যস্ততম সরকারি হাসপাতালে যখন নারকীয় ঘটনা ঘটে তার প্রতিবাদে রাস্তায় নেমে আসে গোটা রাজ্যের মানুষ। প্রতিবাদ, মিছিল ও বিচারের দাবি নিয়ে সোচ্চার হন সকলে। কিন্তু সেইসময় বিদেশের মাটিতে মরুর দেশে ছুটি কাটাচ্ছিলেন টলিউড অভিনেতা ও তৃনমুল সাংসদ দেব। একের পর এক ছবি সেখান থেকে পোস্ট করতে দেখা যায় তাকে। বিশেষ বান্ধবী রুক্মিণী মৈত্রের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে নানান মূহুর্ত ক্যামেরাবন্দী করেন তিনি।
তাকে সেভাবে আন্দোলনে সোচ্চার হতে দেখা যায়নি। আর এরপরই সাধারণ মানুষ দেবের প্রতি কটাক্ষ করতে থাকেন। যদিও বিদেশে থাকাকালীন নিজের ছবি ‘খাদান’-এর মুক্তির দিন পিছিয়ে দেন অভিনেতা। তবে সেভাবে আর কোনো প্রতিবাদ তাকে করতে দেখা যায়নি। এদিকে দেব যেমন একজন অভিনেতা তেমনই একজন সাংসদ। তাই তার প্রতি মানুষের প্রত্যাশা ছিল অনেকটাই বেশি।
তিনি জিমের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর ক্ষোভে ফেটে পড়েন সকলে। সকলেই সেই ছবির কমেন্ট বক্সে নানান কটাক্ষ করতে শুরু করেন। অবশেষে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন দেব। দেশে ফিরে বাবাকে নিয়ে হাসপাতালে যান তিনি। শোনা যাচ্ছে তার বাবা অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয় দেবের বাবাকে। তার পাশাপাশি একাধিক পরীক্ষা হয় তার। অস্ত্রোপচার হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা।
এদিকে বাবাকে হাসপাতালে রেখে দেব যোগ দিলেন প্রতিবাদ মিছিলে। আর্টিস্ট ফোরামের হয়ে এই সভায় সামিল হলেন তিনি। সাদা জামা পরে মোমবাতি হাতে তাকে দেখা যায়। তার পাশে অভিনেত্রী রূপা গাঙ্গুলিকেও দেখা গিয়েছে। এদিকে দেবকে প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখে আপ্লুত তার অনুরাগীরা। তবে এর পাশাপাশি কটাক্ষ করেছেন অনেকেই। কেউ বলছেন, “অভিনেতা অভিনয় করবেন এটা তো খুব স্বাভাবিক।”
চলতি বছরে দেবের দু’টি ছবি মুক্তি পেতে চলেছে। একটি ছবি ‘খাদান’ যেটির মুক্তির দিন পিছিয়েছেন তিনি। আর তা নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। আরেকটি ছবি হলো ‘টেক্কা’। তবে কোন ছবিটি কবে মুক্তি পেতে চলেছে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন,
*দুর্ঘটনার কবলে সাহেব ভট্টাচার্য্য, সহকারীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে