এবার যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন সমকামী যুগলেরা

এবার যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন সমকামী যুগলেরা। সমকামী যুগলের একজন চাইলে আরেকজনকে নমিনি করতে পারবেন। আর তারপর যদি সমকামী যুগলের মধ্যে একজন সঙ্গীর মৃত্যু হয় তবে অপরজন সঞ্চিত অর্থ ফেরত পাবেন।

সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এমন ঘোষণা করা হয়েছে। যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আর কোনো বাধা রইল না সমকামী যুগলদের। এরপর থেকে যৌথ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সমকামী যুগলদের আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না।

এর আগে এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিলেন সমকামী সম্প্রদায়ের এক প্রতিনিধি সুপ্রিয়া চক্রবর্তী। আর এরপর ২০২৩ সালের ১৭ই অক্টোবর সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটি আদেশ দেয়। সুপ্রিম কোর্টের তরফে এই বিষয়ে জানানো হয় সমকামী সম্প্রদায়ের ব্যক্তিদের জন্য অধিকার রক্ষার জন্য বৈষম্য বিরোধী আইন থাকা প্রয়োজন।

এর পাশাপাশি সর্বোচ্চ আদালত আরও জানায়, সমকামী সম্প্রদায়কে একটি পরিবারের মতন দেখা হোক। শুধুমাত্র ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট খোলা নয়, বরং আর্থিক সুবিধা, কর্মসংস্থান সম্পর্কিত আইন অধিকারের ক্ষেত্রেও এই মনোভাব গ্রহণের সুপারিশ করে সর্বোচ্চ আদালত।

সর্বোচ্চ আদালতের এমন নির্দেশের পর চলতি বছরের এপ্রিল মাসে মন্ত্রিপরিষদের সচিবের নেতৃত্বে সমকামী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যাগুলি এবং তার সমাধান খোঁজার জন্য একটি ছয় সদস্যের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। আর এই আলোচনা সভার পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এই ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন,
*১৬০ টন সোনা আমদানি করতে চলেছে ভারত!