টলিউডের জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী আর জি কর হাসপাতালের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সরব হয়েছেন। একাধিকবার রাস্তায় নেমেছেন তিনি। এর পাশাপাশি গত ১৪ তারিখ রাতে ‘রাত দখল’-এ সামিল হয়েছেন তিনি। আর এই পরিবেশে এবারের জন্মদিন সেভাবে উদযাপন করতে দেখা যায়নি গায়িকাকে। তবে এসবের মাঝে মন ভালো করতে ভূস্বর্গে হাজির হয়েছেন তিনি।
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে কাশ্মীর থেকে কিছু ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে মনের সুখে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে গায়িকাকে। তবে ইমন একা নয়, তার সঙ্গে গিয়েছেন তার স্বামী নীলাঞ্জন। পাহাড়ের দেশ থেকে তারা দু’জন ছবি পোস্ট করেছেন। কখনও তাদের সঙ্গে দেখা গিয়েছে ঘোড়া, খরগোশ। আর ছবি পোস্ট করে ইমন তার স্বামীকে ধন্যবাদ জানিয়েছেন।
ইমন লিখেছেন, “জীবনসঙ্গীর সঙ্গে পহেলগাও তে। সেরা কম্বিনেশন। ধন্যবাদ নীলাঞ্জন এত ভালো একটা উপহার দেওয়ার জন্য। আমি তোমাকে ভালোবাসি।” তবে এসবের মাঝেও ট্রোল করা বন্ধ হয়নি। তাকে অনেকেই কটাক্ষ করেছেন। একজন মন্তব্য করেছেন, “দয়া করে ঘোড়ায় উঠো না দিদি। এটা পশুদের উপর অত্যাচার। আমি জানি তুমি কুকুর ভালোবাসো, ঘোড়াও তো একটা পশু। তুমিও যদি ঘোড়ায় চড়ো তাহলে বাদবাকিদের কীভাবে না করব বলো তো।”
তাকে জবাবে ইমন বলেছেন, “কিছু জায়গা ঘোড়া ছাড়া যাওয়া সম্ভব নয়। আমরা হেঁটে যাওয়ার চেষ্টা করেছি। আমাদের অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে হাঁটতে হয়েছে। দুটো ঘোড়াই অবশ্য খুব ভালোবেসেছিল আমাদের। আসার সময় অনেক আদর করে এসেছি।” তবে ভূস্বর্গে ঘুরতে গিয়ে ইমন যে খুব খুশি তা তার পোস্ট দেখলেই স্পষ্ট হয়। এদিকে তিনি যে একজন প্রতিবাদী মুখ তা প্রমাণ করেছেন।
আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে গোটা রাজ্য সহ দেশ। এর পাশাপাশি দেশের বাইরে থেকেও প্রতিবাদ নেমে এসেছে। আর এই প্রতিবাদ মূখর রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ থেকে শিল্পী সকলে। সমস্ত পেশার মানুষকে রাস্তায় প্রতিবাদ করতে রাস্তায় নামতে দেখা গিয়েছে। তেমনই ইমন চক্রবর্তী পা মিলিয়েছেন। কন্ঠ মিলিয়েছেন প্রতিবাদে।
সোশ্যাল মিডিয়ায় ইমন লেখেন, “বিচারও চাই, উৎসবও চাই। ঢাকি থেকে ফুচকাওয়ালা, সবার মুখে হাসি চাই।” আর তাতেই নেমে কটাক্ষের ঝড়। একজন মন্তব্য করেছেন, “নির্যাতিতার বাবা-মায়ের মুখে কীভাবে হাসি ফুটবে সেটা ভেবেছেন?” আরেকজন মন্তব্য করেছেন, “আবার সেই দু নৌকায় পা রেখে পোষ্ট। এইসবের জন্যই আপনারা কিছু শিল্পী আছেন যারা মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছেন।”
আরও পড়ুন,
*দুর্দান্ত ফিচার্স, Motorola Edge 50 Neo 5G এ মন মুগ্ধ করা ক্যামেরা!