বছরের শুরুটা মন খারাপ দিয়ে হলেও বছরের এই সময়টায় তিনি বেশ আনন্দে দিন কাটাচ্ছেন। কারণ জীবনে এসেছে নতুন মানুষ। আর তাকে নিয়ে বেশ হাসিখুশি রয়েছেন তিনি। তিনি হলেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তার মনের মানুষ আম্বানি সংস্থার সঙ্গে যুক্ত। বলিউডে ছড়িয়ে পড়েছে এমনই গুঞ্জন। এদিকে এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে মোটেই আর রাখঢাক করছেন না তারা।
‘কল মি বে’ ওয়েব সিরিজটি সদ্য মুক্তি পেয়েছে। আর এই সিরিজে অনন্যাকে দেখা গিয়েছে অভিনয় করতে। তাই নতুন সিরিজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন তিনি। এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রেম। যদিও বছরের শুরুটা তার জন্য সুখকর ছিল না। কারণ দীর্ঘ ২ বছরের সম্পর্ক ভেঙে গিয়েছিল আদিত্য রায় কাপুরের সঙ্গে। এক ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল অনন্যার মন ভালো নেই।
পুরোনো এক সাক্ষাৎকারে অনন্যাকে জিগ্যেস করা হয় তিনি মন খারাপ হলে কী করেন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, “মন ভাঙলে আইসক্রিম খাই, অরিজিৎ সিংহের গান শুনি এবং ‘কুছ কুছ হোতা হ্যায়’দেখি।” তার বলা গানের প্রতিটিতে যোগ রয়েছে আদিত্য রায় কাপুরের।
আর তার মধ্যে আদিত্য রায় কাপুরের জনপ্রিয় ছবি ‘আশিকী ২’-এর ‘তুম হি হো’ বেশ গুরুত্বপূর্ণ অনন্যার জীবনে। তার কথায়, “মন ভাঙার পরে সবচেয়ে বেশি শুনি ‘কিঁউকি তুমহি হো’। মনে হয়, সবাই জীবনে হৃদয় ভাঙলে এই গানটা শুনেছে।” বর্তমানে মন বেশ ফুরফুরে তার। অভিনেত্রীর মনের মানুষ জামনগরে থাকেন।
অনন্যা আম্বানি পরিবারের বিয়েতে সমস্ত অনুষ্ঠানে হাজির ছিলেন। জানা যাচ্ছে, অনন্ত ও রাধিকার প্রাক বিবাহ ক্রুজ পার্টিতে দেখ হয়েছিল অনন্যা ও তার মনের মানুষ ওয়াকারের। আর তারপর থেকে তাদের সম্পর্ক প্রেমে মোড় নেয়। বর্তমানে তিনি ভন্তরা অ্যানিম্যাল পার্কে কর্মরত।