সময়ের সাথে সাথে তার গ্ল্যামার যেন ক্রমাগত বেড়েই চলেছে। যার আরও একজন ঝলক দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। কথা হচ্ছে অভিনেত্রী মধুমিতা সরকারের, তিনি কতটা প্রাণোচ্ছল থাকতে পছন্দ করেন তা আমরা সকলেই জানি।
সম্প্রতি একটি ফ্যাশন ম্যাগাজিনের ফটোশ্যুটে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল তাকে। যেখানে একাধিক সাজে দেখা গিয়েছে মধুমিতাকে। কখনো বেগুনী শাড়ি তো কখনো হলুদ, আবার কখনো তুঁতে রঙের পোশাকে মোহময়ী রূপে হাজির হয়েছেন সকলের সামনে। কখনো হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন আবার কখনো চেয়ারে বসে রয়েছেন।
আবার কখনো ছুটে চলেছেন সামনের দিকে। একেবারে চপল নারীর রূপেই উঠে এসেছেন সকলের সামনে। ‘আজকাল ম্যাগাজিন’এর জন্য তাকে এই ফটোশ্যুটে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তরফ থেকে এই ভিডিও প্রকাশ করা হয়েছে।
ইতিমধ্যে সেটি দেখে ফেলেছেন কয়েক হাজার মানুষ। সকলেই প্রশংসায় পঞ্চমুখ। আসলে সময় যত বাড়ছে তার জৌলুস যেন বাড়ছে। যার ঝলক আমরা দেখতে পাই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। কখনো ফটোশ্যুটের দৃশ্য আবার কখনো ঘুরতে যাওয়ার।
এছাড়া বিভিন্ন মন্দিরে পুজো দিতে গিয়েও সেসব দৃশ্য ভাগ করতে ভোলেন না তিনি। আসলে আধুনিক থেকেও কীভাবে নিজের সংস্কৃতিকে ধরে রাখা যায় তা বেশ ভালোমতোই বুঝিয়ে দিচ্ছেন এই অভিনেত্রী। তিনি বারবার এটাই বোঝাতে চেয়েছেন তিনি সব রকম পাত্রেরই উপযুক্ত, তিনি সাবলীল। উল্লেখযোগ্য, খুব শীঘ্রই তাকে মহালয়াতে দেখা যাবে।