অনেকদিন ধরেই শোনা যাচ্ছে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। ও অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। তারা একসাথে আম্বানির ছেলের বিয়েতে উপস্থিত হয়নি। ঐশ্বর্য নিজের সঙ্গে তার মেয়েকে নিয়ে আসেন এবং সেখানে অভিষেক আলাদা ভাবে তার পরিবারের বাকি সবাইকে নিয়ে তে হাজির হয়েছিলেন অনন্ত মনের বিয়েতে।
শুধু যে ঐশ্বর্য তার মেয়েকে নিয়ে অনন্ত আম্বানির বিয়েতেই গেছিলেন এমনটা কিন্তু একেবারেই নয়, তিনি তার মেয়েকে নিয়েই সব জায়গাতে যান। ইতিমধ্যে ঐশ্বর্য তার মেয়েকে নিয়ে প্যারিস ফ্যাশন উইকে যান। নেটিজেন দের মনে একটাই প্রশ্ন ঐশ্বর্য রায় বচ্চন মেয়েকে নিয়ে সব জায়গায় যান কেনো?
ঐশ্বর্য ও বলেন,” যেহেতু ও আমার মেয়ে, সেহেতু ও আমি যেখানে যাব আমার সাথে যাবে”।
‘উমরাও জান’ ছবি করতে গিয়ে ২০০৬ সালে অভিষেক বচ্চন ঐশ্বর্য রায়ের প্রতি মুগ্ধ হন। এরপর সামাজিকভাবে ২০০৭ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর বিয়ের তিন বছর পর তাদের কোন একটি কন্যা সন্তান আসে, তাদের মেয়ের নাম রাখা হয় আরাধ্যা বচ্চন।
অভিষেক বচ্চন ও তার স্ত্রী ঐশ্বর্য রায় বচ্চন এখন আর একসাথে থাকছেন না। আসলে তাদের মধ্যে অনেকটা দূরত্ব চলে এসেছিল এরই ফলস্বরূপ তাদের আলাদা থাকা।
বেশ কিছুদিন আগে ঐশ্বর্য ও অভিশেক কারুর হাতেই তাদের বিয়ের আংটি দেখা যায়নি আর সেটা থেকেই নেটিজেনদের জল্পনা শুরু। তবে জানা গেছে, তারা নাকি আবারও একসাথে হওয়ার চিন্তাধারা করেছেন। সম্প্রতি ঐশ্বর্য রায় বচ্চন ও অভিষেক বচ্চন তাদের মেয়েকে সঙ্গে করে নিয়ে দুবাইয়ে ঘুরে এসেছেন।