কাজী নজরুল ইসলামের নাতি অনির্বাণ প্রয়াত হলেন। মারা যাওয়ার সময় কার বয়স ছিল মাত্র ৪৯ বছর। তিনি হার্ট অ্যাটাকে হয়ে মারা যান। তবে নিজের দেশে নয় সুইজারল্যান্ডে প্রয়াত হয়েছিলেন তিনি।
কাজী অনির্বাণ ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোট ছেলে কাজী অনিরুদ্ধের প্রথম আপত্য। ২ অক্টোবর বুধবার তার মৃত্যু হয়েছিল বলে জানা যায়।
তিনি সুইজারল্যান্ডে থাকার সময় তার হার্ট অ্যাটাক হয়। ঐখানকার এক হোটেলে তার মৃত্যু হয়। কাজী অনির্বাণ ও তার স্ত্রী কিছুদিন আগে সেখানে ভ্রমণ করতে গিয়েছিলেন।
কাজী নজরুল ইসলামের নাতি একজন চিত্রকার ছিলেন। মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল ৪৯ বছর। জানা যায় কাজী অনির্বাণ এর মৃতদেহ কলকাতায় নিয়ে আসা হয়। এখানেই তার সমাধি দেওয়া হয়।
কাজী নজরুল ইসলামের বড় পুত্র কাজী সব্যসাচীর কন্যা তথা জনপ্রিয় নজরুল সংগীত শিল্পী খিলখিল কাজী জানিয়েছে তার কাকার ছেলের মৃত্যু সংবাদ। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন কলকাতাতেই তার ভাইকে সমাধি দেওয়া হবে। শেষ গমনে বিদায় জানাতে তিনিও আসবেন শহরে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, খুব কম বয়সেই কাজী অনির্বাণ তার বাবাকে হারিয়েছিলেন। দাদু কাজী নজরুল ইসলাম জীবিত থাকাকালীন তার পিতা কাজী অনিরুদ্ধ মারা যায় ১৯৭৮ সালে। কাজী অনির্বাণরা তিন ছিলেন ভাইবোন। তিনি ছিলেন সবার থেকে বড়। তাদের বোনের নাম ছিল কাজী অনন্দিতা। এবং ছোট ভাইয়ের নাম ছিল কাজী অরিন্দম। কাজে অনির্বাণের মা কল্যাণী কাজে ও একজন বিখ্যাত সংগীত শিল্পী এবং লেখিকা।