দুর্গাপ্রতিমার বিসর্জনের কার্নিভালের আগে আতশবাজি প্রদর্শনী দেখতে গিয়ে বারান্দার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয় স্ত্রী-এর। আর সেই শোক সামলাতে না পেরে সেইদিনই ওই একই ব্যালকনি থেকে ঝাপ দেন স্বামীও। এই ঘটনা গোটা এলাকায় নিরাবতা বয়ে এনেছে। আনন্দের উৎসব মূহুর্তেই পাল্টে যায় বিস্বাদে। এই ঘটনার পর সেখানে তড়িঘড়ি হাজির হয় পুলিশ। পুরুলিয়া রাসমেলায় ঘটা এই ভয়ঙ্কর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সোমবার রাতে পুরুলিয়ার রাসমেলায় ছাদের কার্নিশ ভেঙে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। ওইদিন একটু বেশি রাতে মৃত ওই মহিলার স্বামী ঝাপ দেন। এরপর সেখানে পুলিশ আসলে তাকে খোঁজ করা শুরু হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর সকলে শিউরে উঠছেন। ওই ভাইরাল ভিডিওর সূত্র ধরে পুলিশ তদন্ত করছে। ওইদিন রাতে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী ঘটনাস্থলে জখমদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ওই পুলিশ সুপার জানিয়েছেন, “আতসবাজি প্রদর্শনীর সময় ব্যালকনি ভেঙে এক মহিলার মৃত্যু হয়। আর সেই শোকে তাঁর স্বামীও ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে দেন বলে প্রাথমিকভাবে একটি ভিডিও থেকে বোঝা যাচ্ছে। তিনিও মারা গিয়েছেন। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মৃত মহিলার নাম সোনালী ধীবর, বয়স ৪২ বছর। তার স্বামী মোহন ধীবর এবং বয়স ৫১ বছর।
জানা যাচ্ছে, ওই দম্পতির বাড়ি ঝাড়খণ্ড জেলার বোকারোতে। সম্প্রতি তারা পুরুলিয়া শহরে রাসমেলার বাসিন্দা মিঠু ধীবরের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ওইদিন বাড়ির পাশে জেলেপাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটির মন্দির রয়েছে। প্রতি বছর দ্বাদশীতে পুজো কমিটির তরফে আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এবারেও সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রচুর ভীড় হওয়ায় অনেকেই তাদের বাড়ির ব্যালকনি ও ছাদ থেকে এই দৃশ্য চাক্ষুষ করছিলেন।
তেমনই সোনালী ধীবর এদিন ব্যালকনিতে দাঁড়িয়ে এই দৃশ্য দেখার সময় তিনতলার ব্যালকনি থেকে নীচে পড়ে যান। তারপর তার স্বামী বিদ্যুৎবাহী তার জড়িয়ে ঝাপ দেন। তারা দু’জনেই মারা যান। ঘটনায় আহত হয়েছেন বাড়ির মালিক মিঠু ধীবর। তিনি বর্তমানে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ঘটনার পর সেখানে আসেন পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো। তারা ঘটনাস্থলে পৌঁছে সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে সেখানে যান৷ তাদের সঙ্গে ছিলেন বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো।সহ দলের নেতাকর্মীরা। এছাড়া হাসপাতালে আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ সিনহারায়, অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) যোধাবর অবিনাশ ভীমরাও।