‘জীবন’এর জন্মদিন! মিষ্টি বার্তা দিয়ে শুভেচ্ছা জানালেন এই বলি অভিনেত্রী

সম্প্রতি এবার নিজের ‘জীবন’কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট! একটি মিষ্টি ছবি পোস্ট করে মনের অনেক কথা তুলে ধরলেন তিনি। এবার হয়তো আপনি ভাবছেন ক’দিন আগেই তো একমাত্র কন্যা রাহার জন্মদিন গেল? তাহলে কোন ‘জীবন’এর কথা বলছেন তিনি?

আসলে তিনি হলেন আলিয়ার একমাত্র বোন শাহীন ভাট! সম্প্রতি ছিল তার জন্মদিন। দুই বোনের মধ্যে কী পরিমাণ ভালোবাসা থাকে আমরা সকলেই জানি। এই অভিনেত্রীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই বোনের সাথে একাধিক মিষ্টি মুহূর্তের ছবি দেখা যায়।

আর এবার সেরকমই একটি ছবি পোস্ট করেছেন আলিয়া। যেখানে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার জীবন শাহীন। সত্যি কথা বলতে তুই না থাকলে সবকিছুই বিরক্তিকর হয়ে উঠতো। নিজের অস্তিত্ব রাখার জন্য ধন্যবাদ। মজা কর। এবার আমায় একটা চুমু দে যেন আমার সামনেই বসে আছিস।’

যার দ্বারা এটাই স্পষ্ট হয় যে তাদের দু’জনের মধ্যে ভীষণই বন্ধুত্বপূর্ণ এবং গভীর ভালোবাসার বন্ধন রয়েছে। এই ছবি পোস্ট করামাত্রই তার সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায়। সকলেই তার বোনকে জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় আলিয়া। যেখানে তিনি মাঝেমধ্যেই বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করেন। সিনেমার প্রমোশনের পাশাপাশি তার পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলিও তুলে ধরেন সকলের সাথে। আসলে কাজ এবং পরিবারের মধ্যে সমতা বজায় রেখে চলেন তিনি।