আগামী সিনেমার জন্য আশীর্বাদ চাইলেন জনপ্রিয় তারকা জুটি নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত! সম্প্রতি সিনেমার শুভ মুহূর্তের ভিডিও পোস্ট করে সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন তারা। হয়তো অনেকেই জানেন তাদের আগামীতে দেখা যাবে ‘আড়ি’ নামক সিনেমায়।
যেখানে সিনেমার সূত্রধরের ভূমিকায় দেখা যাবে নুসরতকে এবং নায়ক হিসেবে থাকবেন যশ। এই সিনেমায় মূলত মা ও সন্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েনকে তুলে ধরা হবে। যেখানে মায়ের ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জিকে।
এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই একাধিক পোস্ট করেছেন নুসরত এবং যশ। এমনকি দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় মন্দিরে গিয়ে পুজো দিতেও দেখা গিয়েছে। সিনেমার স্ক্রিপ্ট হাতে মন্দিরে উপস্থিত হতে দেখা গিয়েছিল তাদের। আর এবার সম্প্রতি ছিল সিনেমার শুভ মুহূর্ত।
হয়তো অনেকেই জানেন শুভ মুহূর্ত হলো যে কোনো সিনেমার শ্যুটিংয়ের আগের বিশেষ অনুষ্ঠান। যেখানে গান-বাজনা সহকারে ঈশ্বরের কাছে সিনেমার জন্য আরাধনা করা হয় যাতে এই সিনেমা সফল হয়। সেই নিয়েই প্রার্থনা করেন কলাকুশলী থেকে শুরু করে অন্যান্যরা।
সম্প্রতি সেরকমই ছিল আড়ির শুভ মুহূর্তের অনুষ্ঠান। সেদিন পুজোর একটি ভিডিও পোস্ট করেছেন তারা। যেখানে দেখা যায় পুরোহিত পুজো করছেন এবং তারা সেখানে বসে প্রার্থনা করছেন। গান-বাজনা সহকারে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভিডিওটি পোস্ট করে তারা লিখেছেন, ‘আড়ি শুভ মুহূর্ত, আশীর্বাদ করবেন।’ যা দেখার পর সকলেই তাদের আগামী সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।