সাফল্যে নতুন পালক! ‘ফিল্মফেয়ার ওটিটি’তে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই সুখবর ভাগ করে নিয়েছেন সকলের সাথে। এই খবর ভাগ করে নেওয়ার আগেই তিনি সকলকে প্রশ্ন করেছিলেন তারা ‘জানে জা’কে সাপোর্ট করছেন কিনা?
যেখানে সকলেই তাকে শুভকামনা জানিয়েছিলেন অ্যাওয়ার্ডের জন্য। তার ঠিক পরের পোস্টেই তিনি জানান তিনি এই অ্যাওয়ার্ড জয় করেছেন। ইতিমধ্যে তিনি একটি ছবি পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামের স্টোরিতেও একটি ছবি ভাগ করে নিয়েছেন।
পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ‘ব্ল্যাক লেডি’ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডকে চুম্বন করছেন তিনি। যার দ্বারা এটাই স্পষ্ট হয়েছে তিনি কতটা খুশি হয়েছেন এই পুরস্কার লাভ করে। ক্যাপশনে লিখেছেন, ‘বাচ্চারা হয়তো ঘুমোবে। তাই তাদের সকালে দেখাবো। সাত নম্বর! ভালোবাসার রাত।’
এছাড়াও ইন্সটাগ্রাম স্টোরিতে যে ছবিটি দিয়েছেন তার ক্যাপশনে লিখেছেন, ‘এই ব্ল্যাক ল্যাডি সবসময় হতবুদ্ধি করে। আজও তাই।’ অর্থাৎ তিনি বুঝে উঠতে পারছেন না এই অ্যাওয়ার্ড লাভ করার পর আনন্দে তিনি কী করবেন। তার এই সাফল্যে সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখযোগ্য, তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন তার ‘জানে জা’ সিনেমার জন্য। যেটি ২০২৩ সালে মুক্তি পেয়েছে। এই সিনেমা মূলত একটি ক্রাইম থ্রিলার। যেখানে করিনাকে সিঙ্গেল মায়ের ভুমিকায় দেখা গিয়েছে। যিনি একটি খুনের সাথে জড়িয়ে পড়েন। তিনি ছাড়া সেখানে অভিনয় করেছেন জয়দীপ আখলাওয়াট, বিজয় ভার্মা প্রমুখরা।