মাত্র তিন দিনে পাঁচশ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ‘পুষ্পা ২ : দ্য রুল’

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটেছে। মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২ : দ্য রুল’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা। ছবিটি মুক্তির তৃতীয় দিনে ৫০০ কোটির ঘরে জায়গা করে নিয়েছে। ছবির অফিশিয়াল পেজ থেকে ‘রেকর্ড রাপ্পা রাপ্পা’ হ্যাশট্যাগ দিয়ে এই খবর সামনে আনা হয়েছে। সেখানে জানানো হয়েছে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে পাঁচশ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ‘পুষ্পা ২ : দ্য রুল’।

২০২১ সালে ছবির প্রথম ধাপ মুক্তি পায়। দীর্ঘ তিন বছর পর ফের বাজারে এসেছে ছবির দ্বিতীয় পর্ব। অর্থাৎ অনুরাগীদের দীর্ঘ প্রতিক্ষা ছিল এই ছবি নিয়ে। পরিচালক সুকুমারের ছবিতে সুনিপুণভাবে সেই কাজ করেছেন আল্লু অর্জুন। ছবি মুক্তি পাওয়ার পর মাত্র দুদিনে ছবির আয় গোটা বিশ্বের নিরিখে গিয়ে দাঁড়িয়েছে সাড়ে চারশো কোটিতে।

পাঁচশ কোটির মাইলস্টোন পার করা ছিল শুধু সময়ের অপেক্ষা।অবশেষে সেই কাজ হলো পরের দিন অর্থাৎ রবিবার। তৃতীয় দিনে ছবিটি আয় করেছে ১১৫ কোটি টাকা। ছবির হিন্দি ভার্সনে আয় হয়েছে ৭৩.৫ কোটি টাকা। এমনভাবে চলতে থাকে মাত্র কয়েক দিনের মধ্যে ছবিটি হাজার কোটিতে পৌঁছে যেতে পারে খুব সহজেই।

ভারতীয় সিনেমা হিসেবে দ্রুততম মাইলস্টোন ছুঁয়ে ফেলার নিরিখে শীর্ষে চলে আসতে পারে ‘পুষ্পা ২ : দ্য রুল’। আর এই কারণে ছবির প্রধান চরিত্র হিসেবে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার জনপ্রিয়তা যেনো আরও বেড়ে গিয়েছে। তাদের পারিশ্রমিক এই ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে অনেকটাই বেড়ে গিয়েছে। অনেকেই ‘পুষ্পা ২ : দ্য রুল’ ছবিকে ‘মেগা ব্লকবাস্টার’ বলে অ্যাখ্যা দিয়েছেন।

এদিকে আল্লু অর্জুনের বহু প্রতীক্ষিত এই ছবি দেখার জন্য বেশ উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে দর্শকদের মধ্যে। এরই মাঝে ঘটে গিয়েছে দুর্ঘটনা। ছবির প্রিমিয়ারে তুলকালাম কান্ডের পর এক ৩৯ বছর বয়সী মহিলার মৃত্যু হয়েছে। তার এক ৯ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। আল্লু অর্জুনেড কানে এই খবর পৌঁছানোর পর তিনি জানিয়েছেন ওই অনুরাগীর পরিবারকে তিনি ২৫ লক্ষ টাকা অর্থ সাহায্য করবেন ও হাসপাতালে ভর্তি হয়ে থাকা গুরুতর জখম ছেলেটির চিকিৎসার দায়িত্ব তিনি নেবেন।

error: Content is protected !!