পৃথিবীতে হাজারো রকমের সম্পর্ক রয়েছে। এক একটি সম্পর্কের ভিন্ন নাম থাকে। কোনও সম্পর্ক হয় বন্ধুর, কোনোটি প্রেমের বা কোনোটি স্নেহের। কিন্তু কখনও কখনও এই সম্পর্ক ব্যবসার মতন এক উপায় হয়ে দাঁড়ায়। কেউ কেউ সম্পর্কের মধ্যে দিয়ে রোজগার করে ফেলেন। আর সেই সঙ্গে নিজেদের আয় হয় কয়েক গুণ। অনেকেই শুনে চমকে গেলেও এমন সম্পর্ক আমাদের পৃথিবীর বিভিন্ন দেয়ে বিদ্যমান।
বর্তমানে প্রেমের সম্পর্কের একাধিক নাম রয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো সিচুয়েশনশিপ, বিঞ্জ ডেটিং, ক্যাসুয়াল ডেটিং, লং ডিসটেন্স রিলেশনশিপ, ওপেন রিলেশনশিপ, ডেটিং ফর ফান সহ ইত্যাদি। কিন্তু এসবের বাইরেও রয়েছে আরও বেশ কিছু সম্পর্ক। আর সেগুলি বেশ প্রসিদ্ধ আজকাল। এসব সম্পর্কে আপনি প্রেম করে রোজগার করে নিতে পারবেন।
সেখানে ভাড়ার বয়ফ্রেন্ড, ভাড়ার গার্লফ্রেন্ড থেকে ওয়েডিং ডেস্ট্রয়ার সহ এমন পেশা রয়েছে। তেমনই কয়েকটি দেশে এমন কিছু পেশা রয়েছে। তার মধ্যে কয়েকটি নিচে দেওয়া হল-
ভাড়ার বয়ফ্রেন্ড – এই পেশার চল রয়েছে ভিয়েতনামে। অনেক ছেলেমেয়ে রয়েছে যারা নিজের বাবা মা’কে খুশি করতে ভাড়া করা বয়ফ্রেন্ডের বিজ্ঞাপন দেন। ভিয়েতনামেও একটা বয়সের পর মেয়েদের বিয়ের জন্য চাপ দেওয়া হয়। সেইজন্য বাবা মায়ের থেকে এমন কথা বা চাপ কমাতে এমন নতুন চল শুরু হয়েছে সেখানে।
ভাড়ার গার্লফ্রেন্ড – এই পেশার চল রয়েছে জাপানে। এই পেশা জাপানে আইনিভাবেও বৈধ একটি বিষয়। কেউ কেউ নিজের একাকিত্ব কাটাতে চাইলে ভাড়ার গার্লফ্রেন্ড নিতে পারেন। তার জন্য ৬০০০ ইয়েন বা ভারতীয় মুদ্রায় ৩০০০ টাকার কিছু বেশি দিয়ে গার্লফ্রেন্ড ভাড়া নিতে হবে। প্রথমবার ভাড়া নিলে কোনও আলাদা টাকা দিতে হয় না। জাপানে গার্লফ্রেন্ড ভাড়া নিলে অন্তত দুই ঘন্টার জন্য ভাড়া নিতেই হবে।
ওয়েটডিং ডেস্ট্রয়ার – স্পেনের এক যুবক এই পেশার কাজ শুরু করেন। তার কাজ হলো টাকার বিনিময়ে চুক্তি করে লোকের বিয়ে ভেঙে দেওয়া।
ফ্রিক ম্যাচিং – এছাড়া আরেকটি যে ব্যবসা রয়েছে তা হলো ফ্রিক ম্যাচিং। যেসব যুবক যুবতী এমন কারোর সঙ্গে ডেটে যেতে পছন্দ করেন যাদের সঙ্গে তাদের পছন্দের মিল রয়েছে।