দ্বিতীয়বার সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী কোয়েল! সুখবর জানালেন নিজেই

দ্বিতীয়বার সন্তানের জন্ম দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক! সেই সুখবর সকলকে জানিয়েছেন তিনি। আমরা সকলেই জানি এক পুত্র সন্তানকে নিয়ে সুখের সংসার ছিল তাদের। এবার সেই পরিবারে আগমন ঘটেছে নতুন সদস্যের।

কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আপাতত খুশির জোয়ার তাদের পরিবারে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী এবং তার স্বামী তথা প্রযোজক নিসপাল সিং। যেখানে গোলাপী রঙের বিভিন্ন খেলনা, মেয়েদের ফ্রক ইত্যাদির ছবি রয়েছে।

মাঝখানে লেখা, ‘আমাদের পরিবারে কন্যা সন্তানের আগমন ঘটেছে।’ নীচে লেখা ‘কোয়েল এবং নিসপাল।’ এই সুখবর সকলকে জানাতে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। প্রত্যেকেই ভালোবাসা জানিয়েছেন তাদের কন্যাকে। পাশাপাশি অনেকে তার এক ঝলক দেখার জন্য আর্জি জানিয়েছেন প্রিয় অভিনেত্রীকে।

তবে অবাক বিষয় হলো এতোদিন পর্যন্ত কেউ জানতেন না তিনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন। তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনেননি এই জুটি। এর আগে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পুজো থেকে শুরু করে অন্যান্য একগুচ্ছ ছবি থাকলেও সেখানে কোনো আভাস ছিল না দ্বিতীয়বার মা হওয়ার।

তাইতো একপ্রকার চমকে গিয়েছেন ভক্তরা। উল্লেখযোগ্য, কেরিয়ারে সাফল্য লাভ করার পর তিনি ভালোবেসে ঘর বেঁধেছিলেন প্রযোজক নিসপাল সিংয়ের সাথে। তাদের সুখের সংসারে আগমন ঘটে প্রথম পুত্র সন্তান কবীরের। তাকে নিয়ে দিব্যি কাটছিল দিন। এবার সেই সুখের পরিমাণ আরো কিছুটা বাড়িয়ে দিল তাদের সদ্যোজাত কন্যা।