দীর্ঘ অপেক্ষার অবসান! মনের মানুষকে প্রকাশ্যে আনলেন ঋতাভরী

অবশেষে মনের মানুষকে প্রকাশ্যে আনলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী! প্রিয় মানুষের সাথে বেশ আদুরে মুহূর্তের ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আসলে এর আগে সম্পর্ক ভাঙার পর একপ্রকার বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। যদিও ধীরে ধীরে নিজেকে সামলেছেন।

আরো একবার বসন্ত এসেছে তার জীবনে। আগে যদিও তার আভাস পাওয়া গিয়েছিল তবে কখনোই তাকে প্রকাশ্যে আনতে দেখা যায়নি অভিনেত্রীকে। অবশেষে তার ছবি পোস্ট করেছেন। মোট তিনটি ছবি পোস্ট করেছেন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে একে অপরের হাত ধরে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন তারা।

ক্যাপশনে লিখেছেন, ‘এই বিশৃঙ্খলার পৃথিবীতে তুমি আমার নিরাপদ স্থান। আমার বাড়ি, আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার মানুষ।’ সেখান থেকে জানা গিয়েছে তার এই প্রিয় মানুষের নাম সুমিত অরোরা। তিনিও মূলত অভিনয় জগতের সাথে যুক্ত। তবে তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন।

তাদের মিষ্টি মুহূর্তের ছবি দেখার পর ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকেই তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখযোগ্য, যেহেতু অভিনয়ের পরিবেশের মধ্যেই ঋতাভরী বড়ো হয়েছেন তাই প্রথম থেকে ঠিক করে নিয়েছিলেন অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবেন।

খুব কম বয়সে তাকে দেখা যায় ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে। সেখান থেকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। তবে শুধুমাত্র টেলিভিশনেই থেমে থাকেননি পা দিয়েছেন বড়ো পর্দায়। একাধিক সিনেমায় দেখা গিয়েছে তাকে। শেষবার তিনি অভিনয় করেছেন ‘বহুরূপী’ সিনেমায়। যেখানে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।