সাত পাকে বাঁধা পড়লেন অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

অবশেষে গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু। তেলেগু প্রথা মেনে তাদের বিয়ের রীতি সম্পন্ন হলো। গতকাল রবিবার রাজস্থানের উদয়পুরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে বিয়ে সম্পন্ন হয়েছে।

পিভি সিন্ধু সাত পাকে বাঁধা পড়লেন বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে। তিনিও হায়দ্রাবাদের বাসিন্দা। বর্তমানে তিনি পোসিডেক্স টেকনোলজি সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর। এর আগে কিছুদিনের জন্য আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গেও পেশাগতভাবে যুক্ত ছিলেন। যদিও তাদের বিয়ের ছবি এখনও প্রকাশ্যে আনেননি নবদম্পতি।

তবে তাদের একটি ছবি ঘোরাফেরা করছে সমাজ মাধ্যমে। পিভি সিন্ধুর বিয়েতে হাজির ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। তিনি বিয়েতে হাজির থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন। এদিন সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

গজেন্দ্র সিংহ শেখাওয়াত সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে লিখেছেন, “গতকাল সন্ধ্যায় উদয়পুরে বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, অলিম্পিয়ান পি ভি সিন্ধুর বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পেরে খুব আনন্দিত। আমার অভিনন্দন ও আশীর্বাদ জানিয়েছি নবদম্পতিকে। ওদের নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা।”

রাজস্থানের উদয়পুরে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে বিয়ে। তবে তাদের রিসেপশন অনুষ্ঠিত হয়েছে হায়দ্রাবাদে। এই শহরে পিভি সিন্ধু বেড়ে উঠেছেন। গত ২০শে ডিসেম্বর সঙ্গীত দিয়ে বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এরপর ২৪শে ডিসেম্বর হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে রিসেপশন। সেখানে নিমন্ত্রিত হতে পারেন সকলে। পিভি সিন্ধুর রিসেপশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে ক্রিকেট খেলোয়াড় সচিন তেন্ডুলকর সকলে নিমন্ত্রিত। অর্থাৎ রিসেপশন যে জমজমাট হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।