বছরের শুরু থেকে শেষ, বিতর্ক পিছু ছাড়ছে না কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের। বছরের শুরুতে তাদের বিয়ে হওয়ার মধ্যে দিয়ে তারা চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন। এরপর থেকে গোটা বছর জুড়ে তাদের কটাক্ষ করতে ছাড়েননি নেট দুনিয়ার মানুষ। বছর শেষ হতে চলেছে আর কয়েক দিনের মধ্যে। এবার ফের বিতর্কে জড়ালেন কাঞ্চন ও শ্রীময়ী। এবারের বিতর্কে জড়িয়ে গিয়েছে তাদের সদ্যোজাত সন্তান।
চলতি বছরের নভেম্বর মাসে কাঞ্চন শ্রীময়ীর ঘরে আসে একটি কন্যা সন্তান। আর তার জন্য যাবতীয় চিকিৎসার খরচ হয়েছে একেবারে পাহাড় প্রমাণ। আর তা নিয়েই বিতর্কে জড়ালেন কাঞ্চন মল্লিক। জানা গিয়েছে, সন্তান প্রসব সহ যাবতীয় চিকিৎসায় তাদের মোট খরচ হয়েছে ৬ লক্ষ টাকা। আর সেই টাকার বিল বিধানসভায় জমা করেছেন কাঞ্চন মল্লিক। সাধারণত বিধায়কেরা তার নিজস্ব বা স্ত্রী-এর চিকিৎসার জন্য হাসপাতালের বিল বিধানসভায় জমা করার সুযোগ পান।
অর্থাৎ তার চিকিৎসায় কিংবা তার পরিবারের চিকিৎসায় যা খরচ তা বহন করবে বিধানসভা। আর এই খরচের কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে শুধুমাত্র চশমার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা রয়েছে। ৫ হাজার টাকার বেশি দামের চশমা কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তবে চিকিৎসার জন্য যতটা বিল হোক, তা মেটাতে বাধ্য থাকে বিধানসভা। আর এই বিতর্কে জড়িয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী।
বহু বিধায়ক তাদের জটিল রোগের চিকিৎসার জন্য যে অর্থ খরচ করেন তা তারা বিধানসভার মাধ্যমে ফেরত পান। আর তাই কাঞ্চন মল্লিক তার সন্তান প্রসবের ৬ লক্ষ টাকা বিল বিধানসভায় জমা দিতেই শুরু হয়েছে চর্চা। জানা গিয়েছে, বেসরকারি হাসপাতালের খরচ হয়েছে দুই লক্ষ টাকা এবং চিকিৎসকের খরচ ৪ লক্ষ টাকা। আর এরপর তাদের নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
এদিকে এই বিতর্কের মাঝে মুখ খুলেছেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী চট্টরাজ। তার সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ মন্তব্য তিনি শেয়ার করেছেন। সেখানে তিনি তার যাবতীয় জবাব শানিয়েছেন। তার কথায়, “আমরা কোনও অপরাধমূলক কাজ করিনি। অনধিকার চর্চা করবেন না।” বর্তমানে কাঞ্চন ও শ্রীময়ী ডুয়ার্সে বেড়াতে গিয়েছেন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় তোপ দেগেছেন শ্রীময়ী।