সম্প্রতি এবার কলকাতার অলিতে-গলিতে, রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল জনপ্রিয় টলিউড অভিনেত্রী সোহিনী সরকারকে! যে ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আমরা সকলেই জানি প্রকৃতির মাঝে সময় কাটাতে পছন্দ করেন এই অভিনেত্রী।
সুযোগ পেলেই তিনি ছুটে যান প্রকৃতির কোলে। কখনো গাছপালার মাঝে, কখনো নির্জন রাস্তায় আবার কখনো বিভিন্ন প্রাণীদের মাঝখানে সব মিলিয়ে নিজেকে নতুন করে খুঁজে পান গাছপালার মধ্যেই। সেরকমই এবার তাকে আনমনে ঘুরে বেড়াতে দেখা দিয়েছে এদিক-ওদিক।
কখনো দেখা যাচ্ছে মাঠে ছাগলের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন তিনি, আবার কখনো গাছের গুঁড়ির ওপর বসে রয়েছেন। শুধু তাই নয় ট্রামলাইন ধরে রাস্তায় হাঁটতেও দেখা গিয়েছে তাকে। সবমিলিয়ে শীতের অলস দুপুরে আনমনা সময় কাটাচ্ছিলেন তিনি।
নেপথ্যে থেকে বেজে চলেছে, ‘ধাঁধার থেকেও জটিল তুমি’ গানটি। শুধু তাই নয় তার পরনে রয়েছে ‘মহীনের ঘোড়াগুলি’ অ্যালবামের গান লেখা একটি টি-শার্ট। এখানেই শেষ নয়, ভিডিওতে দেখা যায় ফুলের দোকান থেকে পছন্দের ফুল কিনছেন তিনি। খুব সম্ভবত নিজের মনের মানুষকে সেগুলি দেবেন।
এক কথায় বলতে গেলে তার ঘুরে বেড়ানোর টুকরো টুকরো মুহূর্তগুলি তিনি ফুটিয়ে তুলেছেন এই ভিডিওতে। যেটি বেশ পছন্দ করেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য, খুব শীঘ্রই আসতে চলেছে তার নতুন সিনেমা ‘অমরসঙ্গী।’ যেখানে তার বিপরীতে অভিনয় করবেন বিক্রম চ্যাটার্জি। ইতিমধ্যে সিনেমার টিজার প্রকাশে এসেছে। যা বেশ প্রশংসা পেয়েছে দর্শকমহলে।