ঘন কুয়াশায় ঢাকবে আকাশ, কলকাতায় কত ডিগ্রিতে নামল তাপমাত্রা? কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা? কী জানাল হাওয়া অফিস

ক্যালেন্ডারের পাতা উল্টে যেতেই আবহাওয়ার পার্থক্য চোখে পড়ার মতন। শীতের আমেজে ছেয়ে গিয়েছে গোটা বঙ্গ। ডিসেম্বরের শেষের দিকে শীতের আমেজ দক্ষিণবঙ্গে ছিল না বললেই চলে। বিশেষ করে কলকাতায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অস্বস্তি বাড়ছিল। কিন্তু নতুন বছরের প্রথম দিন থেকেই তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। তবে এই আবহাওয়া দীর্ঘস্থায়ী হবে না বলেই শোনা যাচ্ছে।

এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। গোটা রাজ্য জুড়ে ঠান্ডায় জবুথবু রাজ্যবাসী। তবে সপ্তাহান্তে আবহাওয়ার বদল ঘটবে। উত্তরবঙ্গের চার জেলায় মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। অর্থাৎ রবিবার থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪ঠা জানুয়ারি বঙ্গে প্রবেশ করবে পশ্চিমী ঝঞ্ঝা।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। আপাতত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর ভারতে জেড স্ট্রিম উইন্ড রয়েছে। আর এইসব কারণে আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত শীতের প্রকোপ থাকলেও পরদিন অর্থাৎ রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

সোম ও মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী মঙ্গলবার ৭ই জানুয়ারি হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং-এর উঁচু পার্বত্য অঞ্চলে। সিকিমে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ওইদিন মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোম ও মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

এদিন শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। রাজ্যের পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘন কুয়াশার চাদরে ঢাকতে পারে চারিদিক।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক