তার বয়স মাত্র ১ বছর, এরই মাঝে ভীষণ দুষ্টু হয়ে উঠেছে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর কন্যা ইয়ালিনী। এমনকি বক্সিং গ্লাভস নিয়ে বাবাকে মারতে শুরু করেছে সে! যে দৃশ্য সম্প্রতি ভাগ করে নিয়েছেন রাজ নিজেই। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
যার ক্যাপশনে লিখেছেন, ‘সকালের দৃশ্য।’ অর্থাৎ এখন তাদের সকালগুলি ঠিক কেমন কাটে তেমনটাই বোঝাতে চেয়েছেন পরিচালক। ভিডিওর শুরুতে দেখা যায় একটি বক্সিং গ্লাভস হাতে নিয়ে উঠে দাঁড়ালো ইয়ালিনী। এরপরই টলমল করে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সে বাবার কাছে।
বাবা, বাবা ডাকতে ডাকতে হঠাৎ করে সেটি দিয়ে বাবাকে মারতে শুরু করে। শুধু তাই নয় রাজ নিজেও সেই গ্লাভস থেকে মার খেতে শুরু করেন। আসলে মেয়ের সাথে খুনসুটি করার কখনোই সুযোগ ছাড়েন না তিনি। তাই তো এই আদুরে মুহূর্ত ভরপুর উপভোগ করেছেন।
বাবা-মেয়ের এই খুনসুটিভরা দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন মা শুভশ্রী। পোস্ট করতেই সেই ভিডিও নিমেষে ভাইরাল। প্রত্যেকের মুখে একটাই কথা রাজ এবং তার মেয়ের মধ্যে ভীষণ ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। আসলে শত কাজের ব্যস্ততা থাকা সত্ত্বেও পরিবারের সাথে সময় কাটাতে ভোলেন না তিনি।
তার ফলে ছেলে-মেয়ের সাথে দৃঢ় বন্ধন গড়ে উঠেছে এই জুটির। কারণ, অনেক সময় দেখা যায় তারকারা কাজে ব্যস্ত থাকার ফলে তাদের ছেলেমেয়েদের সময় দিতে পারেন না। ফলস্বরূপ তাদের ভেতরে অদৃশ্য এক দূরত্ব তৈরি হয়। কিন্তু তেমনটা দেখা যায়নি ‘রাজশ্রী’র ক্ষেত্রে।
আরও পড়ুন,
*আত্মবিশ্বাসের সাথে জন্মদিনে প্রবেশ করলেন নুসরত! সাথে জানিয়ে দিলেন কীভাবে এই বিশেষ দিন উদযাপন করতে হয়